করোনাভাইরাস প্রকোপে মে মাসের শুরুতে স্থগিত হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। সেখানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন সাকিব আল হাসান। রাজস্থান রয়্যালসের হয়ে মুস্তাফিজুর রহমান।
সেপ্টেম্বরে আইপিএলের বাকি অংশ শুরু করার কথা রয়েছে। তবে সেখানে খেলতে পারবেন না সাকিব ও মুস্তাফিজ। তাদেরকে আইপিএল খেলার অনাপত্তিপত্র দেয়া হবে না, এমনটি আভাস দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান।
চলমান ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পরপরই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়েতে উড়াল দেবে বাংলাদেশ দল। সেখান থেকে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।
এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থাকছে, যা বিশ্বকাপ বাছাইপর্ব ওয়ার্ল্ড সুপার লিগের অন্তর্ভূক্ত। এসব মিলিয়েই সাকিব ও মুস্তাফিজকে ছাড়তে রাজি নয় বিসিবি।
‘আমাদের পুরো দলের একসঙ্গে অনুশীলন করা দরকার। আমরা পূর্ণ শক্তির দল নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে চাই। ওয়ানডে সুপার লিগ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ দুটিই আমাদের জন্য গুরুত্বপূর্ণ,’ বলেন আকরাম।
এর আগে আইপিএল খেলার জন্য বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে না যাওয়ায় সমালোচিত হন সাকিব।