শুরুর দিন থেকে ঢাকা প্রিমিয়র লিগে (ডিপিএল) ব্যাঘাত ঘটাচ্ছে বৃষ্টি। টুর্নামেন্ট শুরুর দিন বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় দুই ম্যাচ। আর দ্বিতীয় দিন স্থগিত করা হয়েছে রাউন্ডের সবগুলো ম্যাচ।ডিপিএলের দ্বিতীয় দিন সকালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল আবাহনী লিমিটেড ও ওল্ড ডিওএইচএস ক্রিকেট ক্লাবের। সাভারে বিকেএসপির ৩ নম্বর মাঠে সূচি ছিল ব্রাদার্স ইউনিয়ন ও লিজেন্ডস অব রূপগঞ্জ ম্যাচের। আর বিকে এসপির ৪ নম্বর মাঠে শুরু হওয়ার কথা খেলাঘর সমাজকল্যাণ সমিতি ও প্রাইম দোলেশ্বের স্পোর্টিং ক্লাবের লড়াই।কিন্তু সকাল থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টির কারণে তিনটি ম্যাচই স্থগিত ঘোষণা করা হয়। তিনটি ভেন্যুর একটিতেও খেলা শুরু করা সম্ভব হয়নি।ম্যাচ স্থগিতের বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সদস্যসচিব আলী হোসেন। শুধু সকালের তিন ম্যাচই নয় দুপুর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচই স্থগিত করেছে সিসিডিএম।বিসিবি ও সিসিডিএম আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই ছয় ম্যাচের সূচি নির্ধারণ করবে। আবহাওয়া ঠিক থাকলে দ্বিতীয় রাউন্ডের স্থগিত হওয়া ম্যাচগুলো দিয়েই শুরু হবে ডিপিএল।
আলী হোসেন নিউজবাংলাকে বলেন, ‘বৃষ্টির কারণে দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। এই খেলাগুলো হবে তৃতীয় রাউন্ডের খেলার দিন। প্রত্যেক রাউন্ডের খেলা একদিন করে পেছাচ্ছে। অর্থ্যাৎ তৃতীয় রাউন্ডের খেলার জায়গায় হবে দ্বিতীয় রাউন্ড। আর চতুর্থ রাউন্ডের জায়গায় তৃতীয় রাউন্ড।’
বুধবার ডিপিএলে রেস্ট ডে থাকায় টুর্নামেন্টে কার্যত দুই দিনের বিরতি পড়ল। মঙ্গলবার দুপুরের তিন ম্যাচের প্রথমটিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হওয়ার কথা গাজী গ্রুপ ক্রিকেটার্সের।সুচিতে দ্বিতীয় ম্যাচ ছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শাইনপুর ক্রিকেট ক্লাবের মধ্যে। এই দুই ম্যাচের সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম পারটেক্স স্পোর্টিং ক্লাবের খেলাও স্থগিত করা হয়েছে।