বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টেন্ডুলকারের সবচেয়ে বড় দুই আক্ষেপ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩১ মে, ২০২১ ১৬:৪৬

টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ রান ও সেঞ্চুরি থেকে শুরু করে ক্রিকেটের প্রায় সবগুলো ব্যাটিং রেকর্ড তার নামে। তারপরও নিজের ক্যারিয়ারে বড় দুটি আফসোস আছে এই কিংবদন্তির।

ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার তার ২৪ বছরের খেলোয়াড়ি জীবনে অর্জন করেছেন প্রায় সবকিছু। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের প্রায় সবগুলো ব্যাটিং রেকর্ড তার নামে। তারপরও নিজের ক্যারিয়ারে বড় দুটি আফসোস আছে এই কিংবদন্তির।দীর্ঘ ও সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের সবচেয়ে বড় দুই অপ্রাপ্তির কথা ক্রিকেট ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে জানালেন শচীন। তার আফসোস তার দুই ব্যাটিং হিরো সুনিল গাভাস্কার ও স্যার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে ব্যাট করতে না পারা।ভারতের ব্যাটিং কিংবদন্তি গাভাস্কার ক্রিকেট থেকে অবসর নেন ১৯৮৭ সালে। তখন তার কাছে ছিল টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড। আর শচীনের অভিষেক হয় ১৯৮৯ সালে। এতদিন পরও আফসোস রয়ে গেছে তার।‘আমার দুটি আফসোস আছে। প্রথমটি হচ্ছে আমি কখনও সুনিল গাভাস্কারের সঙ্গে একই দলে খেলার সুযোগ পাইনি। যখন বড় হচ্ছি তখন তিনি আমার ব্যাটিং হিরো ছিলেন। আমার অভিষেকের বছর দুয়েক আগে তিনি অবসর নেন।’২৪ বছর ক্রিকেট খেলার পর ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরি করা টেন্ডুলকার ২০১৩ সালে খেলাটি থেকে অবসর নেন। শচীন কাউন্টিতে ভিভ রিচার্ডসের বিপক্ষে খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি। সেই আক্ষেপ রয়ে গেছে তার।‘আমার আরেকটি অপ্রাপ্তি হচ্ছে যে আমার ছেলেবেলার নায়ক স্যার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে খেলতে না পারা। আমার সৌভাগ্য যে আমি কাউন্টি ক্রিকেটে তার বিপক্ষে খেলেছি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে তার বিপক্ষে আমার খেলা হয়নি। স্যার ভিভ ১৯৯১ সালে অবসর নেন। দুই বছর সময় পেয়েছিলাম আমি তার ক্যারিয়ারের। কিন্তু তার বিপক্ষে খেলা হয়নি।’১৯৭৩ সালের ২৪ এপ্রিল মুম্বাইয়ের মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন শচীন টেন্ডুলকার। মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তার অভিষেক হয় ১৯৮৯ সালে। এরপরের ২৪ বছর শাসণ করেছেন ক্রিকেট জগত।খেলাটির ব্যাটিং-এর প্রায় সব রেকর্ড তার দখলে। সর্বোচ্চ আন্তর্জাতিক সেঞ্চুরি, রান, বাউন্ডারি, ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার, সর্বোচ্চ সংখ্যক ওয়ানডে ও টেস্ট ম্যাচ খেলাসহ অসংখ্য রেকর্ড তার নামের পাশে। জিতেছেন ২০১১ ওয়ানডে বিশ্বকাপ। ২০১৩ সালের ১৬ নভেম্বর বিদায় নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে।

এ বিভাগের আরো খবর