বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাকিব-মিরাজের স্পিনে লঙ্কার বিপর্যয়

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ মে, ২০২১ ২০:০৭

সেট হওয়া নিসাঙ্কাকে ফেরায় তামিম-সাকিব জুটি। উনিশতম ওভারের দ্বিতীয় বলে সাকিব আল হাসানের বলে তামিম ইকবালের হাতে ক্যাচ দেন ২০ রান করা নিসাঙ্কা।

বাংলাদেশের দেয়া ২৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। ২৫ ওভার শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৯০।বৃষ্টিভেজা উইকেটে সাবধানে শুরু করেন দুই লঙ্কান ওপেনার কুশল পেরেরা ও দানুস্কা গুনাতিলাকা। প্রথম পাঁচ ওভারে কোনো উইকেট হারাননি লঙ্কানরা।ষষ্ঠ ওভারে অভিষিক্ত পেইসার শরিফুল বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন। তরুণ এই পেইসারকে উড়িয়ে মারতে যেয়ে মিড অনে তামিম ইকবালের হাতে ধরা পড়েন পেরেরা। ১৫ বলে ১৪ রান করা লঙ্কান অধিনায়ককে ফিরিয়ে নিজের প্রথম ওয়ানডে উইকেট পান শরিফুল।ওয়ান ডাউনে নামা পাথুম নিসাঙ্কার সঙ্গে উইকেটে সেট হওয়ার চেষ্টা করেন গুনাতিলাকা। আট ওভার টেকে তাদের জুটি।১৪তম ওভারের শেষ বলে মুস্তাফিজুর রহমানের বলে ডিপ পয়েন্টে ধরা পড়েন এই লঙ্কান ওপেনার। ৪৬ বল খেলে ২৪ রান আসে তার ব্যাট থেকে।সেট হওয়া নিসাঙ্কাকে ফেরায় তামিম-সাকিব জুটি। ১৯তম ওভারের দ্বিতীয় বলে সাকিব আল হাসানের বলে তামিম ইকবালের হাতে ক্যাচ দেন ২০ রান করা নিসাঙ্কা।এরপর কুশাল মেন্ডিসকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন মেহেদী মিরাজ। ১৫ রান করা মেন্ডিস এলবিডাব্লিউ হন।মেন্ডিসের পরে ব্যাট করতে নামা ধনঞ্জয়া ডি সিলভাও এলবিডাব্লিউ হন। ২৫তম ওভারের চার নম্বর বলে তাকে ১০ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান সাকিব।

এর আগে, মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরির পরও ২৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ইনিংসে ৪৮ ওভার এক বলে গুটিয়ে যায় স্বাগতিক দল।ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পাওয়া সাউফউদ্দিনের জায়গায় কনকাশন সাবস্টিটিউট হিসেবে খেলছেন পেইসার তাসকিন আহমেদ।

এ বিভাগের আরো খবর