শেষ ৭ ওয়ানডে ইনিংস মিলিয়ে লিটন দাস করেছেন মাত্র ৭৬ রান। সর্বোচ্চ ২২। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেটি টপকে গেলেন। কিন্তু বেশিদূর যেতে পারলেন না। ৪২ বলে ২৫ রান করে ফিরেছেন এ ডানহাতি ব্যাটসম্যান।
শুরুতেই তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে হারিয়ে ফেলা বাংলাদেশের ১৬ ওভার শেষে সংগ্রহ ৪ উইকেটে ৭৪।
মিরপুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে আক্রমণাত্মক খেলা শুরু করেন তামিম ইকবাল। ইসুরু উদানার প্রথম ওভারে তামিমের তিনটি চারসহ বাংলাদেশ তুলে নেয় ১৫ রান।
দ্বিতীয় ওভারেই ঘটে বিপর্যয়। দুষ্মন্ত চামিরার ওভারের প্রথম বলে এলবিডাব্লিউ হন তামিম। লেগ স্টামে পরা ইনসুইঙ্গারের লাইন মিস করেন বাংলাদেশ অধিনায়ক প্রথমে বোলারের আপিলে সাড়া দেননি আম্পায়ার। পরে শ্রীলঙ্কা রিভিউ নিলে দেখা যায় বল স্টাম্পে আঘাত হানছে। ছয় বলে ১৩ রান করে ফিরতে হয় তামিমকে।
এর দুই বল পরই ফেরেন সাকিব। চামিরার ইন্সুইঙ্গারে পরাস্ত হন অভিজ্ঞ এই ব্যাটসম্যানও। মিডলস্টাম্পে পড়া ইন্সুইঙ্গারের লাইন মিস করেন তিনি। শূন্য রানেই বিদায় নিতে হয় তাকে।
এরপর ৩৪ রানের এক জুটিতে বাংলাদেশকে সামাল দেন লিটন ও মুশফিকুর রহিম। লাকশান সান্দাকানের বলে বাজে এক শটে পয়েন্টে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ক্যাচ দেন লিটন। তাতে উইকেটে সেট হয়েও ২৫ রানে ফিরতে হয় তাকে।
লিটনের বিদায়ের পর উইকেটে মুশফিককে সঙ্গ দিচ্ছিলেন মোসাদ্দেক হোসেন। কিন্তু প্রায় দুই বছর পর ওয়ানডে একাদশে ফেরা এ ব্যাটসম্যান মাত্র ১০ রান করে। সান্দাকানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।