বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাঁচ বা ছয়ে ব্যাট করতে চান সাইফউদ্দিন

  •    
  • ২৪ মে, ২০২১ ১৯:৫৬

সাইফউদ্দিন ব্যাট করেছেন ১৬ ইনিংসে। ১০ বারই আট নম্বরে। এখান থেকেই হাঁকিয়েছেন দুটি ফিফটি। একটি জিম্বাবুয়ে, অন্যটি বিশ্বকাপে ভারতের বিপক্ষে।

পেইস বোলিং অলরাউন্ডার খুঁজতে থাকা বাংলাদেশের জন্য তীব্র দাবদাহে বৃষ্টির মতো হয়ে এসেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

২০১৭ সালে জাতীয় দলে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত সাইফউদ্দিন ওয়ানডে খেলেছেন ২৫টি। আট কিংবা নয় নম্বরে ব্যাট করায় নিয়মিত ব্যাটিংয়ের সুযোগ পান না তিনি।

ব্যাটিং পেয়েছেন ১৬ ইনিংসে। ১০ বারই আট নম্বরে। এখান থেকেই হাঁকিয়েছেন দুটি ফিফটি। একটি জিম্বাবুয়ে, অন্যটি বিশ্বকাপে ভারতের বিপক্ষে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আট নম্বরে নেমে ৯ বলে ১৩ রানের ক্যামিও খেলে দলের সংগ্রহ সেদিন পৌঁছে দেন ২৫৭ রানে। পরে দুই উইকেট তুলে নিয়ে দলের জয়ে রেখেছেন ভূমিকা।

কিন্তু সাইফউদ্দিন চান, আরেকটু ওপরে ব্যাট করতে। আপাতত সে সুযোগ হওয়ার সম্ভাবনা না থাকলেও, আশা ছাড়ছেন না তিনি।

‘দল যেভাবে চাইবে সেভাবেই প্রস্তুত। সেটা আট নম্বর হোক বা সাত নম্বরে হোক। ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্ন করা হলে পাঁচ-ছয়ে ব্যাটিং করতে চাই। যদিও এটা সম্ভব না টিম কম্বিনেশনের কারণে। ধারাবাহিকভাবে খেলতে থাকতে পারি সুযোগ আসবে,’ বলেন এ অলরাউন্ডার।

প্রথম ওয়ানডেতে ৬০ বলে ৭৪ রানের ইনিংস খেলা ওয়ানিন্দু হাসারাঙ্গা ভয় দেখাচ্ছিলেন বাংলাদেশকে। সেই হাসারাঙ্গাকে আফিফ হোসেনের ক্যাচ বানিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সাইফউদ্দিনই।

দ্বিতীয় ওয়ানডের আগে তিনি জানান, অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকেই হাসারাঙ্গাকে চেনেন তিনি। তাকে আউট করে দলকে জয় এনে দিতে পেরে খুশি সাইফউদ্দিন।

‘এটা (হাসারাঙ্গার উইকেট) বাংলাদেশের জয়ের জন্য খুব দরকার ছিল। সেটায় ভূমিকা রাখতে পেরেছি। নিজে খুব খুশি। হাসারাঙ্গার সঙ্গে যুব বিশ্বকাপ খেলেছি। কিছুটা হলেও ওকে চিনি। অবশ্যই ভালো ব্যাটিং করেছে। উইকেট বুঝে ফিল্ডিং সেট আপ করে ওর উইকেট নিতে পেরে খুশি,’ বলেন এ অলরাউন্ডার।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে দুপুর একটায়।

এ বিভাগের আরো খবর