২৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার ১৯তম ওভারের ঘটনা। সেটি ম্যাচে সাকিব আল হাসানের দ্বিতীয়।
সাকিব বল করলেন ফ্লাইটসহ। তাতেই কুপোকাত কুশল মেন্ডিস। ড্রাইভ করতে গিয়ে বল ব্যাটের কানায় লেগে উঠে গেল বাতাসে। দারুণ এক ডাইভ দিয়ে সে ক্যাচ নেন মেহেদি হাসান মিরাজ। আর তাতেই নতুন এক মাইলফলকে পৌঁছান বাংলাদেশ ক্রিকেটের রেকর্ডের বরপুত্র।
স্বীকৃত ক্রিকেটে কুশলের উইকেটটি ছিল সাকিবের হাজারতম। এর মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে তুলে নিয়েছেন ৩১০টি। লিস্ট এ ক্রিকেটে ৩২৮টি। সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন টি-টোয়েন্টি ক্রিকেটে, ৩৬২টি।
সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এ কীর্তি গড়লেন সাকিব।
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব উইকেট নিয়েছেন ৫৬৯টি। টেস্টে ২১০টি। ওয়ানডেতে ২৬৬ ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯২টি।