৬ মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলে ভারত থেকে দেশে ফেরে ফেরেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। দেশের ফেরার পর থেকে ঢাকার দুই হোটেলে আনুষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন এই দুই তারকা।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু ২৩ মে। তার আগে সিরিজের জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু ১৮ মে। যে কারণে তাদের কোয়ারেন্টিন সংক্ষিপ্ত করার জন্য স্বাস্থ্য মন্ত্রনালয়ের কাছে বারবার আবেদন জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বোর্ডের যুক্তি ছিল যেহেতু তারা আইপিএলের বায়ো বাবলে ছিলেন পুরোটা সময় তাই দেশে তাদের কোয়ারেন্টিন সময় সংক্ষিপ্ত করা যেতে পারে।
সোমবার রাতে তাদের কোয়ারেন্টিন শিথিল করা হয়। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরী।
কোয়ারেন্টিন শেষে মঙ্গলবারই অনুশীলনে যোগ দেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। অনুশীলনে যোগ দেয়ার আগে দলের বায়ো বাবলে প্রবেশ করেন তারা।
দলের সঙ্গে যোগ দিলেও বৃষ্টির কারণে আউটফিল্ডে অনুশীলন করতে পারেননি সাকিব ও মুস্তাফিজ। শ্রীলঙ্কার বিপক্ষে ডে নাইট ম্যাচের আগে ফ্লাড লাইটের আলোয় অনুশীলন সেশন রাখে বিসিবি।
তবে মঙ্গলবার বিকেলের বৃষ্টিতে সেই অনুশীলন আর হয়নি টাইগারদের। ক্রিকেটারদের ফুটবল অনুশীলনের সময়ই ব্যাঘাত ঘটায় বৃষ্টি। এরপর আর মাঠে তারা অনুশীলন করেননি।
স্বাগতিক বাংলাদেশের ক্রিকেটারদেরও কঠোর বিধি-নিষেধের মধ্যে দিয়ে যেতে হচ্ছে করোনা মহামারির সময়ে মাঠে থাকার জন্য। মে মাসের প্রথম সপ্তাহ থেকে অনুশীলনরত ক্রিকেটারদের পরীক্ষা নিয়মিত শুরু হয়ে গেলেও, সিরিজের জন্য আনুষ্ঠানিক পরীক্ষা করা হয় শনিবার। ওইদিন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী নিউজবাংলাকে জানান সিরিজ শুরুর আগে চারবার পরীক্ষা করা হবে ক্রিকেটার ও স্টাফদের।
সিরিজের আগে ২১ মে সবশেষ পরীক্ষা করা হবে ক্রিকেটারদের। ২৩মে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ২৭ ও ২৯মে। সবগুলো ম্যাচই ডে-নাইট। খেলাগুলো হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।