বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আবারও চোটে আর্চার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৭ মে, ২০২১ ১১:১১

ডান হাতের কনুইয়ে চোটের কারণে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে না আর্চারের। তার ডান হাতে অস্ত্রোপচার করানো হতে পারে। তেমনটা হলে দীর্ঘসময় মাঠের বাইরে বসে থাকতে হবে তাকে।

ফাস্ট বোলারদের নিত্যসঙ্গী চোট। ছোট ক্যারিয়ারে চোটের সঙ্গে নিয়মিতই লড়তে হচ্ছে জফ্রা আর্চারকে। এবারে চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন এই ইংলিশ ফাস্ট বোলার।ডান হাতের কনুইয়ে চোটের কারণে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে না আর্চারের। তার ডান হাতে অস্ত্রোপচার করানো হতে পারে। তেমনটা হলে দীর্ঘসময় মাঠের বাইরে বসে থাকতে হবে তাকে।মার্চ মাসে ভারত সফরের সময়েই হাতের চোট ভুগিয়েছে আর্চারকে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন তাকে নিতে হয়েছে কর্টিসোন ইঞ্জেকশন। পরের মাসে নিজ বাড়িতে মাছের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে কাঁচ ভেঙ্গে আঙ্গুল কেটে ফেলার কারণে আইপিএল খেলা হয়নি তার।আঙ্গুলের চোট ঠিক হওয়ার পর কাউন্টি ক্রিকেটে নামেন সাসেক্সের হয়ে। প্রথম ম্যাচে সারের বিপক্ষে ভালো বল করলেও দ্বিতীয় ম্যাচে কেন্টের বিপক্ষে মাত্র পাঁচ ওভার বল করতে পারেন তিনি। অধিনায়ক ও মেডিক্যাল টিমকে তাৎক্ষণিক ডান হাতে ব্যাথার কথা জানান তিনি।২০২০ সালের জানুয়ারি থেকে আর্চার ভুগছেন এই চোটে। সেবার স্ট্রেস ফ্র্যাকচারের কারণে সিরিজের শেষ তিন টেস্ট ও ওয়ানডে খেলতে পারেননি এই ফাস্ট বোলার।টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর্চারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। তাই আর্চারের কনুইয়ে অস্ত্রোপচার করে এই সমস্যার স্থায়ী সমাধান করতে চাইছে তারা। অস্ত্রোপচার করা হলে অন্তত তিন মাসের জন্য মাঠের বাইরে চলে যাবেন আর্চার। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাকে পুরো সুস্থ অবস্থায় পাবে ইংলিশরা।ইংল্যান্ডের হয়ে ২০১৯ সালে অভিষেকের পর ১৩ টেস্টে ৪২ উইকেট ও ১৭ ওয়ানডেতে ৩০ উইকেট পেয়েছেন ২৬ বছর বয়সী আর্চার। ২০১৯ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে আর্চারের বদলে মার্ক উড ও ওলি স্টোনকে খেলাতে পারে ইংল্যান্ড। আর্চারের মতো ওই দুজনও ঘণ্টায় ৯০ মাইল এর বেশি গতিতে বল করতে পারেন।ভাঙা আঙ্গুলের কারণে সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।

এ বিভাগের আরো খবর