তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। রোববার সকাল সাড়ে আটটার দিকে কুশাল পেরেরার নেতৃত্বে ১৮ সদস্যের দল ঢাকায় পৌঁছায়।
ঢাকায় টিম হোটেলে তিন দিনের কোয়ারেন্টিন করবে পুরো লঙ্কা স্কোয়াড। কোয়ারেন্টিন শেষে বুধবার থেকে অনুশীলন শুরু করবে সফরকারীরা।
বাংলাদেশ সফরে আসা লঙ্কান স্কোয়াডে জায়গা হয়েছে তরুণ সদস্যদের। জায়গা পাননি সাবেক ওয়ানডে অধিনায়ক দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও দিনেশ চান্দিমালের মতো অভিজ্ঞরা।
শ্রীলঙ্কার হয়ে অধিনায়কত্বের প্রথম অধ্যায়ে দলের কাছে ভয়ডরহীন ক্রিকেট চান কুশল। বাংলাদেশে আসার আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হারের ভয় পাওয়া চলবে না।
‘আমাদের ম্যাচ জিততে ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। আপনি হারের ভয় পেতে পারবেন না। যদি দলে আপনার জায়গা নিয়ে সন্দিহান হন, তাহলে শতভাগ দিতে পারবেন না,’ বলেন শ্রীলঙ্কান অধিনায়ক।
ভয়ডরহীন ক্রিকেট খেলার ফর্মুলাও বলে দেন কুশল। বলেন, ‘খেলোয়াড়দের বলব তাদের সর্বোচ্চটা দিতে। যদি অনুশীলনে ভয়হীন ক্রিকেট খেলতে পারি, তাহলে ম্যাচেও পারব। এটিই দলকে বলেছি। ভয় পেলে আরও পিছিয়ে পড়ব। এমন একটি সংস্কৃতি গড়তে চাচ্ছি যেখানে সবাই আত্মবিশ্বাসে ভরপুর থাকবে।’
দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৩ মে। তবে তার আগে ২১ মে বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।
২৩ মে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দিবারাত্রির ম্যাচ তিনটি হবে যথাক্রমে ২৩, ২৫ ও ২৮ মে।
সিরিজ শেষ করে ২৯ মে দেশে ফিরে যাবে সফরকারীরা।