আধুনিক ক্রিকেটের গত এক দশকের সেরা ব্যাটসম্যানদের ‘বিগ ফোর’ তালিকায় ধরা হয় ভারতের ভিরাট কোহলি, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন ও ইংল্যান্ডের জো রুটকে। সাম্প্রতিক ফর্মের বিচারে এই তালিকার আশেপাশে আছেন পাকিস্তানের বাবর আজম।টেস্টে বিগ ফোরের তুমুল প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তিন ফরম্যাট মিলিয়ে কোহলিকেই একবাক্যে বিশ্বসেরা মেনে নেন বিশেষজ্ঞরা। স্মিথ, উইলিয়ামসন ও রুটের টেস্ট পরিসংখ্যান কোহলির সঙ্গে তুলনীয় কিন্তু শর্টার ফরম্যাটে সমসাময়িকদের ধরাছোঁয়ার বাইরে ভারতীয় অধিনায়ক।তবে, কোহলিকে বিশ্বসেরা মানতে রাজি নন মাইকেল ভন। সাবেক ইংলিশ অধিনায়কের মতে উইলিয়ামসনই বিশ্বের সেরা ব্যাটার। নিউজিল্যান্ডের ওয়েবসাইট স্পার্ক স্পোর্টকে দেয়া এক সাক্ষাৎকারে ভন বলেন উইলিয়ামসন ভারতীয় হলে, তাকেই বিশ্বসেরা বলতো সবাই।‘যদি কেইন উইলিয়ামসন ভারতীয় হতেন তাহলে তাকেই বিশ্বের সেরা খেলোয়াড় বলা হতো। কিন্তু সে তা নয়। কারণ সোশ্যাল মিডিয়ার আক্রমণ থেকে বাঁচতে ভিরাট কোহলিকে সেরা না বলার উপায় নেই।’ভারতীয় ও বিশ্ব ক্রিকেটের অন্যান্য বিশ্লেষক সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার লোভে কোহলিকে সেরা বলেন, এমনটাই দাবি ২০০৫ অ্যাশেজ জয়ী অধিনায়কের।‘কিছু ক্লিক ও লাইকের জন্য সবাই ভিরাটকে সেরা বলে। এতে কিছু ফলোয়ারও বাড়ে।’ভনের মতে শুধু টেস্টেই নয় কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার দক্ষতার জন্য উইলিয়ামসন তিন ফরম্যাটেই সেরা। কোহলির মতো মিডিয়াকে আকর্ষণ করেন না দেখে তার উপর মনোযোগ কম মনে করেন সাবেক ইংলিশ তারকা।
‘কেইন উইলিয়ামসন সব ফরম্যাট মিলিয়েই সেরা। সে যেভাবে খেলে, তার শান্ত আচরণ, বিনয় সব মিলিয়ে সে সেরা। মাঠে যা করে সেটা নিয়ে সে চুপচাপ থাকে।’ইংল্যান্ডের সিমিং কন্ডিশনে কোহলিকে রান পেতে সংগ্রাম করতে হয়েছে উল্লেখ করে ভন বলেন, ‘যদিও কোহলি ২০১৮ সালে ইংল্যান্ডের কন্ডিশনে রান পেয়েছে। কিন্তু তার আগে প্রায় সবসময়ই তাকে সংগ্রাম করতে হয়েছে। সেখানে উইলিয়ামসন রান পেয়েছে। আমি নিউজিল্যান্ডে আছি বলেই এমনটা বলছি না, আমি আসলেই মনে করি তিন ফরম্যাট মিলিয়ে উইলিয়ামসন কোহলির সমান।’সোশ্যাল মিডিয়ায় কোহলির জনপ্রিয়তা উইলিয়ামসনের চেয়ে বেশি হলেও, মাঠে ব্ল্যাক ক্যাপস অধিনায়ককে ধারাবাহিকতার জন্য এগিয়ে রাখছেন ভন। সামনের ইংলিশ গ্রীষ্মে উইলিয়ামসন কোহলির চেয়ে সফল হবেন বলে বিশ্বাস তার।‘কোহলির মতো তার ইন্সট্যাগ্রামে ১০ কোটি ফলোয়ার তার নেই বা সে বিজ্ঞাপণ থেকে ৩-৪ কোটি ডলার আয় করে না। কিন্তু গুণগুত ভাবে মাঠে সে কি দিতে পারে ও ধারাবাহিকতার দিক থেকে সে এগিয়ে। আমার মতে এই গ্রীষ্মে কোহলির চেয়ে ইংল্যান্ডে উইলিয়ামসন রান বেশি পাবে।’জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে কোহলির ভারত ও উইলিয়ামসনের নিউজিল্যান্ড। তার আগে ইংল্যান্ডের বিপক্ষে দুটি অ্যাওয়ে টেস্ট খেলবে ব্ল্যাক ক্যাপস।