বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছুটিতে সিলভারউড, ইংল্যান্ডের দায়িত্বে কলিংউড-থর্প

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ মে, ২০২১ ১৭:৪৬

শ্রীলঙ্কা ও ভারত সফর করার সময় ক্রিকেটাররা ছুটি পেলেও কোনো ছুটি পাননি সিলভারউড। জৈব নিরাপত্তা বলয়ের ভেতরেই থাকতে হয়েছে তাকে। সে কারণেই ছুটি নিচ্ছেন এ ইংলিশ কোচ। তার মতে, এসময় দায়িত্ব পালন করলেও শতভাগ দিতে পারবেন না তিনি।

সামনেই শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ আছে ইংল্যান্ড দলের। সেই দুই সিরিজে থাকছেন না ইংলিশদের হেড কোচ ক্রিস সিলভারউড।

শ্রীলঙ্কা ও ভারত সফর করার সময় ক্রিকেটাররা ছুটি পেলেও কোনো ছুটি পাননি সিলভারউড। জৈব নিরাপত্তা বলয়ের ভেতরেই থাকতে হয়েছে তাকে। সে কারণেই ছুটি নিচ্ছেন এ ইংলিশ কোচ। তার মতে, এসময় দায়িত্ব পালন করলেও শতভাগ দিতে পারবেন না তিনি।

তার বদলে দুটি সিরিজে অদলবদল করে হেড কোচের দায়িত্ব সামলাবেন সিলভারউডের দুই সহকারী পল কলিংউড ও গ্রাহাম থর্প।

‘সবাইকে সতেজ রাখাটা গুরুত্বপূর্ণ। এটা খেলোয়াড়দের জন্য ঠিক নয় যে তাদেরকে আমার শতভাগ দিতে পারব না। এটি আমার জন্যও ঠিক নয়। এটি গুরুত্বপূর্ণ যে আমরা সবাইকে দেখেশুনে রাখব,’ বলেন সিলভারউড।

ইংল্যান্ড হেড কোচের মতে, কলিংউড ও থর্পের জন্য এটি দারুণ এক অভিজ্ঞতা হবে। তিনি বলেন, ‘এটি তাদের জন্য দারুণ অভিজ্ঞতা হবে। আমি এটি করতাম না যদি না আমি তাদের পুরোপুরি বিশ্বাস করতাম। আপনি যদি তাদের অভিজ্ঞতার দিকে তাকান, এটি আমার জন্য বিশাল বোনাস যে যেখানেই যাই দল নিয়ে তারা আমার সঙ্গে থাকে।’

ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ৩০১টি ম্যাচ খেলেছেন কলিংউড। ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অধিনায়কও ছিলেন তিনি।

অন্যদিকে ইংল্যান্ডের হয়ে ১০০টি টেস্ট খেলা থর্প তাদের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার।

শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানোডে সিরিজ শুরু হবে ২৯ জুন। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ জুলাই।

এ বিভাগের আরো খবর