২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে তিন নম্বরে ব্যাট করেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার ওয়ানডাউনে ব্যাট করে রীতিমত ঝড় তোলের বিশ্বকাপে। আট ম্যাচে দুটি সেঞ্চুরি সহ ৮৬.৫৭ গড়ে সংগ্রহ করেন টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ৬০৬ রান।এমন পারফর্মেন্সের পর তিন নম্বর পজিশনটি সাকিবের জন্য বরাদ্দ থাকার কথা। তেমনটি হয়নি। আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নিজের প্রথম সিরিজে উইন্ডিজের বিপক্ষে চার নম্বরে ব্যাট করেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন নম্বরে খেলায় নাজমুল হোসেন শান্তকে।সাকিবের পজিশনে ব্যর্থ হন শান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তিনে খেলেন সৌম্য সরকার। তার ব্যাটও হাসেনি প্রত্যাশামতো।শ্রীলঙ্কা সিরিজের আগে সাকিবের জন্য সুসংবাদ দিয়েছে বিসিবি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনি ফিরে পাচ্ছেন ওয়ান ডাউন স্পট। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে এক সাক্ষাৎকারে এমনটা নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন।‘সে শ্রীলঙ্কার বিপক্ষে তিনে ব্যাট করবে। ওই পজিশনে ও সেট হতে সুয় পাবে তাই আমাদের মনে হয়েছে তিন নম্বরই ওর জন্য সেরা জায়গা। সাকিবও ওখানে ব্যাট করতে চায়। সবমিলিয়ে আমরা তাকে সুযোগটা আবার দিচ্ছি।’শুধু বিশ্বকাপের আট ম্যাচেই নয় তিনে ব্যাট করে তার গড় ক্যারিয়ারে গড়ের চেয়ে অনেকটাই বেশি। ২৩ ম্যাচে ৫৮.৫৮ গড়ে ১,১৭৭ রান সাকিবের। যেখানে তার ওয়ানডে ক্যারিয়ার গড় ৩৮.০৮।করোনার কারণে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় দেশে ফিরে কোয়ারেন্টিনে আছেন সাকিব। কোয়ারেন্টিন শেষ করে ২১ মে দলের অনুশীলনে ফেরার কথা দেশসেরা এই ক্রিকেটারের। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ২৩ মে।পরের দুই ওয়ানডে ২৫ ও ২৮ মে। সাকিব প্রথম ম্যাচে খেলতে না পারলে পরের দুই ম্যাচে তার থাকাটা নিশ্চিত।ওয়ানডে সিরিজ শেষে সাকিবকে দেখা যাবে ঘরোয়া ক্রিকেটের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসরে। ডিপিএলের এবারেরআসর শুরু হচ্ছে ৩১ মে। চিরাচরিত ওয়ানডে ফরম্যাটের বদলে এবার খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। সেখানেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন সাকিব।জাতীয় দলের সাবেক অধিনায়ককে দলে ভেড়ানোর ব্যাপারে সাকিবের সইসহ একটি চিঠি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে মঙ্গলবার জমা দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
শ্রীলঙ্কার বিপক্ষে তিনে খেলবেন সাকিব
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনি ফিরে পাচ্ছেন ওয়ান ডাউন স্পট। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে এক সাক্ষাৎকারে এমনটা নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন।
-
ট্যাগ:
- সাকিব
এ বিভাগের আরো খবর/p>