আইসিসির সবশেষ প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান পরিবর্তিত আছে। বাংলাদেশের র্যাঙ্কিং পয়েন্ট ৬৯৪। আর রেটিং ৪৬। উইন্ডিজ ও লঙ্কার বিপক্ষে সিরিজ হারায় পাঁচ রেটিং পয়েন্ট হারায় মুমিনুল হকের দল।
আইসিসি নিজেদের ওয়েবসাইটে টেস্ট র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ করে ১৩ মে। শীর্ষ দুই অবস্থানের পরিবর্তন হয়নি।ভারত শীর্ষে আছে ১২১ রেটিং পয়েন্ট নিয়ে। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে নিউজিল্যান্ড।অস্ট্রেলিয়াকে টপকে তিন নম্বরে আছে ইংল্যান্ড। তাদের সংগ্রহে ১০৯ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে চারে আছে অজিরা।সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়েকে টেস্টে হারান পাকিস্তান উঠে এসেছে পাঁচ নম্বরে। তাদের রেটিং পয়েন্ট ৯৪।ওয়েস্ট ইন্ডিজ আছে তার পরই। বছরের শুরুতে বাংলাদেশকে টেস্ট সিরিজে হারানো ক্যারিবিয়ানদের সংগ্রহে ৮৪ পয়েন্ট।আইসিসি টেস্ট র্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে নিজেদের সবচেয়ে খারাপ অবস্থানে আছে সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের অবস্থান সাত নম্বরে। তাদের রেটিং পয়েন্ট ৮০।আফ্রিকার দলটির পরই আছে শ্রীলঙ্কা। দুই টেস্ট ম্যাচ সিরিজে বাংলাদেশকে ১-০ ব্যবধানে হারানো লঙ্কানরা আছে আট নম্বরে। তাদের ঝুলিতে ৭৮ পয়েন্ট।মুমিনুল হকের বাংলাদেশ দল আছে এরপরই। ৪৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশ আছে নয়ে। উইন্ডিজ ও লঙ্কানদের কাছে সিরিজ হারের পর পাঁচ রেটিং পয়েন্ট হারানোয় র্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি টাইগারদের।সবশেষে অবস্থানে আছে জিম্বাবুয়ে। আইসিসির র্যাঙ্কিংয়ের তালিকায় নেই টেস্ট মর্যাদা পাওয়া দুই দেশ আয়ারল্যান্ড ও আফগানিস্তান।