বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। সেই ১৮ জনের স্কোয়াডে জায়গা হয়নি সাবেক ওয়ানডে অধিনায়ক দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও দিনেশ চান্দিমালের।
অধিনায়কের দায়িত্ব পেয়েছেন কুশল পেরেরা। এর আগে শ্রীলঙ্কার হয়ে কোনো ফরম্যাটেই অধিনায়কত্ব করার অভিজ্ঞতা নেই তার। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন কুশল মেন্ডিস।
শ্রীলঙ্কা ক্রিকেটের নতুন পরিকল্পনা তরুণ একটি দল গড়ে তোলা যারা আক্রমণাত্মক ক্রিকেট খেলবে। বাংলাদেশ সিরিজের স্কোয়াড সেটিই নির্দেশ করে। ১৮ জনের স্কোয়াডে ৩১ বছরের বেশি বয়সী সদস্য কেবল একজন- ইসুরু উদানা।
২০১৯ বিশ্বকাপের আগে ওয়ানডে দলের দায়িত্ব নিয়ে দলকে বেশ ভালোই পরিচালনা করছিলেন করুনারত্নে। ভালো ফর্মে ছিলেন ম্যাথিউজও। এক ম্যাচ আগেই ম্যাচসেরা হয়েছিলেন তিনি। নতুন পরিকল্পনার ফলে দলে জায়গা মেলেনি তাদের।
স্কোয়াডে থাকা তিন জন ক্রিকেটার আছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষা। চামিকা করুনারত্নে ও বিনুরা ফার্নান্দো যথাক্রমে খেলেছেন টেস্ট ও টি-টোয়েন্টি। আর শিরান ফার্নান্দো এখনও অপেক্ষায় তার আন্তর্জাতিক অভিষেকের।
বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলতে ঢাকায় শ্রীলঙ্কা দল পৌঁছাবে ১৬ মে। তিন ম্যাচের সিরিজ শুরু হবে ২৩ মে। তিন ওয়ানডে হবে ২৩, ২৫ ও ২৮ মে।
বাংলাদেশ সফরের জন্য শ্রীলঙ্কা স্কোয়াড
কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, ধনঞ্জয় ডি সিলভা, পাথুম নিসাঙ্কা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়, নিরোশান ডিকওয়েলা, দুশমন্থ চামিরা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাকশান সান্দাকান, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো ও শিরান ফার্নান্দো।