বাংলাদেশের ক্রিকেটে পেসার এবাদত হোসেনের উত্থান দ্রুত গতির বোলার হিসেবে। স্পিড গানে নিয়মিত ১৪০ কিমি/ঘণ্টা গতি তোলা এ পেইসারকে বাংলাদেশ এরইমধ্যে খেলিয়েছে সাতটি টেস্ট।
সেই সাত টেস্টে মাত্র সাত উইকেট নিয়ে আস্থার প্রতিদান এখনও দিতে পারেননি এবাদত। সর্বশেষ টেস্ট খেলেন শ্রীলঙ্কার মাটিতে। প্রথম টেস্টে দারুণ গতিতে বল করলেও লাইন-লেংথ নিয়ন্ত্রণ করতে পারেননি। যার ফলে বাদ পড়েন পরের টেস্টেই।
পাল্লেকেলের মরা পিচে বেশ কয়েকবার এবাদতের গতি ছাড়ায় ১৪৫ কিমি/ঘণ্টা। তাতে প্রশ্ন ওঠে, ১৫০ কিমি/ঘণ্টার মাইলফলক এবাদত ছুঁতে পারবেন কি না?
বাংলাদেশ দলের ফাস্ট বোলিং কোচ ওটিস গিবসনের মতে পারবেন এবাদত। নিউজবাংলার সঙ্গে একান্ত আলাপচারিতায় এ ক্যারিবিয়ান কোচ জানান, আত্মবিশ্বাস পেলেই ১৫০ কিমি/ঘণ্টার মাইলফলক পেরোতে পারবেন এবাদত।
‘আমার মনে হয় ও (এবাদত) যদি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে তাহলে ১৫০ কিমি/ঘণ্টা গতিতে বল করতে পারবে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কেবল আত্মবিশ্বাসী হতে হবে। ওর প্রধান সমস্যা সঠিক লাইন-লেংথে বল করা ও ধারাবাহিক হওয়া। এটি ব্যাটসম্যান্দের সমস্যায় ফেলবে আর ওকে উইকেট দেবে,’ নিউজবাংলাকে বলেন ওটিস।
গিবসন আরও জানান, শ্রীলঙ্কায় সঠিক লাইন-লেংথে বোলিংয়ের যে অভাব দেখা গিয়েছে এবাদতের সেটি ঠিক করতে তাকে কিছু কাজ দিয়েছেন তারা।
‘শ্রীলঙ্কায় ও সঠিক জায়গায় বল করতে পারেনি। ও সেটা জানে। ও জানে এটা নিয়ে তার কাজ করতে হবে। আমরা তাকে কিছু কাজ করতে দিয়েছি যা তাকে এই বিষয়টিতে মনোযোগ দিতে ও উন্নতি করতে সাহায্য করবে।’
বাংলাদেশ দলের সামনে ঘরের মাঠে সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে। সিরিজে কেবল তিনটি ওয়ানডে। সেখানে সুযোগ মেলেনি এবাদতের। থাকছেন না গিবসনও। এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন বাংলাদেশ দলের ফাস্ট বোলিং কোচ।