বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘নিজের খেলা আগের চেয়ে ভালো বুঝি’

  •    
  • ১০ মে, ২০২১ ২০:২১

২০২০ সালের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে এক সিরিজে দুটি সেঞ্চুরি তুলে নিয়ে নিজের প্রতিভার প্রতি সুবিচারের আশা জাগিয়েছিলেন লিটন, কিন্তু শেষ পর্যন্ত সেটি পারেননি।

২০১৫ সালের অভিষেকের পর থেকেই লিটন দাসের ক্যারিয়ারের গ্রাফ উঁচুনিচু। দেশের সেরা ব্যাটিং প্রতিভা ভাবা হতো তাকে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সেটির প্রতিফলন দেখা যায়নি।

২০২০ সালের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে এক সিরিজে দুটি সেঞ্চুরি তুলে নিয়ে নিজের প্রতিভার প্রতি সুবিচার করেন লিটন। তবে ধরে রাখতে পারেননি।

সাম্প্রতিক সময়ে টেস্টে নিয়মিত রান পেলেও ওয়ানডেতে পাননি। টেস্টে পারেননি ইনিংস বড় করতে।

লিটনের বিশ্বাস বড় ইনিংস খেলার সক্ষমতা আছে তার। নিজের খেলাটা আগের চেয়ে ভালো বিশ্লেষণ করেন তিনি।

‘নিজের খেলা তো আগের চেয়ে অনেক ভালো বুঝি। আমি যেহেতু সাদা বলের ক্রিকেটে ওপেন করি, এই জন্য নতুন বলটা অনেক গুরুত্বপূর্ণ। প্রথম দশ ওভার যদি খেলে দিতে পারি, তারপর আমার জন্য খুব সহজ হয়ে যায়। ওটা মেনেই অনুশীলন করছি। বড় ইনিংস খেলতে পারি সেটা জিম্বাবুয়ের সঙ্গে বুঝেছি,’ বলেন লিটন।

অনুশীলন তাকে আত্মবিশ্বাস দিচ্ছে বলেও জানান এ ডানহাতি ব্যাটসম্যান। বলেন, ‘প্রতিদিন অনুশীলনে একটা জিনিসই মাথায় থাকে, আমাকে নতুন বল ফেস করতে হবে। সেটাই আমি রেগুলার করছি। আমি যদি দশ ওভার সফল হতে পারি তাহলে ১৫-৪০ ওভার পর্যন্ত সহজ হবে। আমি জানি আমার কতটুুকু সামর্থ্য আছে। এটা নিয়েই কাজ করছি।’

২৩ মে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হবে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সোমবার ঈদের আগে শেষবারের মতো অনুশীলন করেন লিটনরা। ঈদের পর তারা অনুশীলনে যোগ দেবেন ১৮ মে।

এ বিভাগের আরো খবর