শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিজ দেশ সাউথ আফ্রিকায় চলে যাওয়ার কথা বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ রায়ান কুকের। কিন্তু সেখানে গেলেই মানতে হবে ১৪ দিনের কোয়ারেন্টিন, তাই বাংলাদেশে ফেরেন তিনি।
পরিকল্পনা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে টাইগারদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরবেন তিনি। তবে সেটি আর হচ্ছে না।
কুকের সন্তান সম্ভবা স্ত্রীর শারীরিক জটিলতা দেখা দেয়ায় মঙ্গলবারই দেশে ফিরছেন তিনি। বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান।
‘তার স্ত্রী অসুস্থ হওয়ায় কুক সাউথ আফ্রিকায় ফিরে যাচ্ছে। আগামীকাল (মঙ্গলবার) যাচ্ছে সে,’ নিউজবাংলাকে বলেন আকরাম।
শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ মে শুরু হতে যাওয়া সিরিজে তাই থাকছেন না কুক। সাউথ আফ্রিকান এ কোচকে ছাড়াই এ সিরিজটি খেলতে হবে টাইগারদের।