দেড় বছর যাবৎ বাংলাদেশ দলের দায়িত্ব আছেন রাসেল ডমিঙ্গো। তার অধীনে দলের কাছ থেকে আশানুরূপ পারফর্মেন্স পায়নি জাতীয় দল। বিদেশের সফরে দলের ভরাডুবি ঘটেছে।ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সফরে টেস্ট হেরেছে টাইগাররা। নিউজিল্যান্ডে হেরেছে শর্টার ফরম্যাটের ম্যাচ। তারপরও ডমিঙ্গোর উপরে ভরসা রাখতে চান খালেদ মাহমুদ।জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ম্যানেজার রোববার সাংবাদিকদের বলেন, ডমিঙ্গো তার সেরা চেষ্টাই করছেন। তাকে দোষারোপ করে লাভ নেই।‘একজন কোচ জিততে চায়। সে চাইবে যেন ভালো ফল সে এনে দিতে পারে। হয়তো তার দুর্ভাগ্য এত্মনটা হচ্ছে না। আমার মতে ট্রেনিং খারাপ হচ্ছে না। কিছু ভুল হচ্ছে। হয়তো পরিকল্পনাতেও কিছু ভুল আছে। আরও কমিউনিকেটিভ হতে হবে। জানিনা কতদিন সে থাকবে বা কি বিষয়। এটা বোর্ডের ব্যাপার। যতটুকু ওকে কাছ থেকে দেখেছি আমি বলবো সে কাজ করে, সে ছেলেদের উৎসাহী করে।দোষারোপ করতে চাই না।’ডমিঙ্গোর জন্য সামনে শ্রীলঙ্কা ও জিম্বাবুয় সিরিজ কঠিন চ্যালেঞ্জের হবে উল্লেখ করে মাহমুদ বলেন, ‘এই সিরিজটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জিম্বাবুয়ে সফর আছে ওটাও গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ই এখন লক্ষ্য হওয়া উচিৎ। সবাই একসাথে কাজ করতে চাই।’সাম্প্রতিক সিরিজ গুলোতে বাংলাদেশের ফিল্ডিংয়ের দুর্দশা ছিল চোখে পড়ার মতো। গুরুত্বপূর্ণ সময়ে একের পর ক্যাচ হাতছাড়া করায় বাংলাদেশকে খোয়াতে হয়েছে ম্যাচের নিয়ন্ত্রণ। রোববার দলের অনুশীলন শেষে ফিল্ডিং নিয়ে প্রচুর কাজ করা হচ্ছে এমনটা জানালেন মাহমুদ।‘ফিল্ডিং অনেক বড় ভূমিকা রাখে। এটা নিয়মিত চর্চার একটা ব্যাপার। নিজের ইচ্ছেরও ব্যাপার আছে যে আমি কতটুকু কষ্ট করতে পারি। মানসিক ব্যাপারটাও গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কাতেও কথা হয়েছে ছেলেদের সঙ্গে। আজকেও কথা হল ফিল্ডিং নিয়ে। আমি বিশ্বাস করি তারা চেষ্টা করছে।’সিরিজে বাংলাদেশকে ফেভারিট মনে করছেন মাহমুদ। তার বিশ্বাস সিরিজ বাংলাদেশই জিতবে। তবে, সাকিব আল হাসান ফিরে আসায় ওয়ানডে ম্যাচে লাইন আপ কী হবে সেটা নিয়ে এখনও ভাবার সময় আসেনি বললেন সাবেক জাতীয় অধিনায়ক।‘দলের প্রয়োজনে যেকোনো পজিশনে ব্যাট করতে হতে পারে। সেটা নাম্বার ফাইভ হোক বা ফোর। সাকিব সবসময় নাম্বার ফাইভে খেলছে। অনেক বেশি রান করছে। এটা কোনো বিষয় না। দলের প্রয়োজনে যে কারও ব্যাটিং অর্ডার বদলাতে পারে। এশিয়া কাপে ইমরুলকে পাঁচ নম্বরে ব্যাট করিয়েছি। বড় বিষয় হচ্ছে দলে আপনি কিভাবে অবদান রাখতে পারছেন।’সোমবার অনুশীলন করে ঈদের ছুটিতে যাচ্ছে টাইগার স্কোয়াড। ১৭ তারিখ থেকে আবারও শুরু হবে সিরিজের প্রস্তুতি।
‘ডমিঙ্গোকে দোষারোপ করে লাভ নেই’
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ম্যানেজার খালেদ মাহমুদ রোববার সাংবাদিকদের বলেন, ডমিঙ্গো তার সেরা চেষ্টাই করছেন। তাকে দোষারোপ করে লাভ নেই।
-
ট্যাগ:
- বাংলাদেশ ক্রিকেট
এ বিভাগের আরো খবর/p>