নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিল্ডিংটা মোটেও সুবিধার হয়নি বাংলাদেশের। একের পর এক পড়েছে সহজ ক্যাচ। সিরিজও হারতে হয়েছে ৩-০ ব্যবধানে।
একই চিত্র ছিল সাম্প্রতিক শ্রীলঙ্কা সফরে। ক্যাচ মিসের বন্যায় হারতে হয়েছে দ্বিতীয় টেস্ট। সঙ্গে হাতছাড়া হয়েছে সিরিজ।
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজে সে ধারায় পরিবর্তন চান বাংলাদেশ দলের তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন। জানালেন ফিল্ডিং নিয়ে বেশ সিরিয়াস পুরো স্কোয়াড।
‘নিউজিল্যান্ডে ফিল্ডিং তেমন একটা ভালো হয়নি। তবে আমরা এবারে প্রস্তুতি খুব ভালোভাবে নিচ্ছি। প্রত্যেক দিন প্র্যাকটিস শেষে ফিল্ডিং সেশন থাকছে। তো ওখানে চেষ্টা করছি যাতে ভালো কিছু করতে পারি ও ম্যাচে যাতে একই ভুল আর না হয়।’
ঘরের মাটিতে শ্রীলঙ্কা সিরিজের ব্যাপারে আশাবাদী আফিফ। তিনি বলেন, ‘যেহেতু পুরো দলের সবাইকে পাওয়া যাচ্ছে, সাকিব ভাই-মুস্তাফিজ ভাই থাকছে, এটা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক ব্যাপার। আশা করি সিরিজটা খুব ভালোভাবে শেষ করব।’
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজকে সামনে রেখে আফিফরা অনুশীলন শুরু করেছেন ২ মে থেকে। এখনও অনুশীলনে যোগ দেননি শ্রীলঙ্কা সফর করে আসা দলের সদস্যরা। সরকারি নির্দেশনা অনুযায়ী, তারা আছেন ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে।
২৩ মে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজের। সিরিজের তিনটি ম্যাচ হবে যথাক্রমে ২৩, ২৫ ও ২৮ মে।