জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট ইনিংস ব্যবধানে জিতে নেয়ার পর দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষেও ভালো অবস্থানে আছে পাকিস্তান। প্রথম দিনের খেলা শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ২৬৮।
আবিদ আলী ও আজহার আলী দুজনেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। দিনশেষে ১১৮ রানে অপরাজিত আছেন আবিদ। তার সঙ্গে উইকেটে আছেন সাজিদ খান।
ম্যাচের শুরুতেই ধাক্কা খেয়েছিল সফরকারী পাকিস্তান। দিনের অষ্টম ওভারেই রিচার্ড এনগারাভারের বলে ডোনাল্ড টিরিপানোকে ক্যাচ দিয়ে ২ রানে ফেরেন ওপেনার ইমরান বাট।
এরপরই ২৩৬ রানের বিশাল জুটি গড়েন আবিদ ও আজহার। দুজনই তুলে নেন নিজেদের ব্যক্তিগত শতক।
দিনের শেষ সেশনে ৩ উইকেট হারিয়ে সামান্য বিপদেই পড়ে পাকিস্তান। ব্লেসিং মুজারাবানির বলে মিল্টন শুমবাকে ক্যাচ দিয়ে আজহার ফেরেন ১২৬ রানে। মুজুরাবানির পরের ওভারেই পাকিস্তানের অধিনায়ক বাবর আজম আউট হন মাত্র ২ রানে।
দিনের খেলা শেষ হওয়ার ওভার চারেক আগে ফাওয়াদ আলমকে বোল্ড করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন মুজারাবানি।
শেষ পর্যন্ত আবিদ ও সাজিদ খান মিলে নিশ্চিত করেন প্রথম দিনে আর কোনো উইকেট হারায়নি পাকিস্তান।