শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হেরে এসেছে বাংলাদেশ। সামনে আবারও সেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। তবে এবার ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডেতে লড়বে টাইগাররা।
তিন ওয়ানডেতে টেস্ট সিরিজ হারার প্রতিশোধ নিতে চান বাংলাদেশ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। টেস্ট হেরে আসার পর ওয়ানডে সিরিজটাকে তিনি নিচ্ছেন চ্যালেঞ্জ হিসেবে।
‘কিছুদিন আগে টেস্ট সিরিজে ওদের মাটিতে হেরে এসেছি। এটা আমাদের জন্য বাড়তি একটা চ্যালেঞ্জ। আমরা যেন দেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারি। যেহেতু আইসিসি সুপার লিগে পয়েন্টের একটা ব্যাপার আছে চেষ্টা থাকবে পয়েন্টগুলো অর্জনের জন্য,’ বলেন এ পেইস বোলিং অলরাউন্ডার।
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সাইফউদ্দিন মানছেন, সাম্প্রতিক সময়ে দল হিসেবে খেলতে পারেনি বাংলাদেশ। সেই ধারা থেকে শ্রীলঙ্কা সিরিজে বেরিয়ে আসতে চান তিনি।
‘গত কয়েকমা প্রত্যাশা অনুযায়ী দল হিসেবে খুব বেশি ভালো খেলতে পারছি না। আমাদের খুব প্রয়োজন এই সিরিজটি ভালো খেলা। যেহেতু দেশের মাটিতে খেলা ও প্রতিপক্ষ শ্রীলঙ্কা অবশ্যই শতভাগ চেষ্টা করব দল হিসেবে খেলে যেন সিরিজ জিততে পারি,’ বলেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে বাংলাদেশের সিরিজ শুরু হবে ২৩ মে। দিবারাত্রির তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ২৩, ২৫ ও ২৮ মে।