দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করে বাংলাদেশ দল শ্রীলঙ্কা থেকে ফিরে আসে মঙ্গলবার। সরকারি নির্দেশনা অনুযায়ী, দ্বীপরাষ্ট্রটি থেকে ফেরায় ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হতো সফরে থাকা সকলকে।
তাতে করে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের আগে অনুশীলনে সময়মতো যোগ দেয়ার সম্ভাবনা ছিল না ক্রিকেটারদের। সূচি অনুযায়ী ২ মে থেকেই টেস্ট স্কোয়াডে না থাকা ক্রিকেটাররা শুরু করেছেন অনুশীলন। টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটারদের যোগ দেয়ার কথা ৭ মে। ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকলে তারা অনুশীলনে যোগ দিতে পারতেন না ১৮ মে এর আগে।
ক্রিকেটারদের ছাড় দিয়েছে সরকার। ১৪ দিনের বদলে তাদের কোয়ারেন্টিন করতে হচ্ছে তিন দিন। তাতে শনিবারেই অনুশীলনে যোগ দিতে পারবেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্র জানিয়েছে, সরকারের বিশেষ অনুমতি মিলেছে তামিম-মুশফিকদের। সেটির জন্যই শনিবার থেকে অনুশীলন শুরু করতে পারবেন তারা।
সূত্রটি আরও জানায়, ক্রিকেটাররা শ্রীলঙ্কায় বায়ো বাবলের ভেতরে থাকাতেই মিলেছে এই অনুমতি।
ভারতে জৈব নিরাপত্তা বলয়ে থাকলেও এখনই অনুশীলনে যোগ দেয়া হচ্ছে না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। আইপিএলের বায়ো বাবল নিরাপত্তায় ফাটল ধরাতেই আক্রান্ত হন তিন ফ্র্যাঞ্চাইজির একাধিক খেলোয়াড়।যার কারণে ভারত থেকে ফিরে এসে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে দুই টাইগারকে। মিলছে না কোনো ছাড়। বৃহস্পতিবার ঢাকায় ফেরার পর দুজনই তাই কোয়ারেন্টিনে আছেন রাজধানীর দুটি হোটেলে।
শনিবার থেকে শুরু করে ক্রিকেটাররা অনুশীলন করবেন তিন দিন। সোমবার থেকে শুরু হবে ঈদের ছুটি। সেটি শেষে তারা পুনরায় অনুশীলনে যোগ দেবেন ১৮ মে।
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টাইগারদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৩ মে। তিনটি ম্যাচই হবে মিরপুরে।