বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শ্রীলঙ্কা আয়োজন করতে চায় আইপিএল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ মে, ২০২১ ১৫:২০

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শেষ হচ্ছে আগস্টে। তারপরই আইপিএল আয়োজন করতে ইচ্ছুক এসএলসি। আসরের ৬০ ম্যাচের মধ্যে ২৯টি শেষ হয়েছে। বাকি ৩১টি ম্যাচের জন্য নতুন সূচি ও ভেন্যুর কথা ভাবছে বিসিসিআই।

খেলোয়াড়রা করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য ঝুঁকি এড়াতে গত সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেপ্টেম্বর মাসে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো শেষ করতে চায় তারা।এবারের আসরের ৬০ ম্যাচের মধ্যে ২৯টি শেষ হয়েছে। বাকি ৩১টি ম্যাচের জন্য নতুন সূচি ও ভেন্যুর কথা ভাবছে বিসিসিআই। এরই মধ্যে ইংল্যান্ডে তিন ভেন্যু ওভাল, লর্ডস ও এজবাস্টন বাকি ম্যাচগুলো আয়োজনের আগ্রহ দেখিয়েছে।তিন ভেন্যুর দায়িত্ব থাকা তিন ক্লাব এমসিসি, সারে ও ওয়ারউইকশায়ার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিক ভাবে চিঠি দিয়ে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে।এই তালিকায় যুক্ত হল শ্রীলঙ্কাও। দেশটির ক্রিকেট বোর্ড (এসএলসি) এর ব্যবস্থাপনা কমিটির প্রধান অর্জুনা ডি সিলভা সেপ্টেম্বরে আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজনে দেশটির আগ্রহের কথা প্রকাশ করেছেন।লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শেষ হচ্ছে আগস্টে। তারপরই আইপিএল আয়োজন করতে ইচ্ছুক এসএলসি।ডেকান ক্রনিকলকে শুক্রবার টুর্নামেন্টের বাকি ৩১ ম্যাচ আয়োজনের আগ্রহের কথা বলেন ডি সিলভা।

‘আমরা অবশ্যই সেপ্টেম্বরে আইপিএল আয়োজন করার জন্য প্রয়োজনীয় সময় বের করতে পারব। আমরা শুনেছি সম্ভাব্য ভেন্যু হিসেবে তারা আরব আমিরাতের কথা ভাবছে। কিন্তু একই সুবিধা শ্রীলঙ্কাতেও আছে। তারা সেটা উপেক্ষা করতে পারবে না। জুলাই আগস্টে এলপিএল আয়োজন করা হবে। সেপ্টেম্বরের মধ্যেই আইপিএলের জন্য সব প্রস্তুত হয়ে যাবে।’

আইপিএল আয়োজন করতে আটটি দলের জন্য বিশেষায়িত বায়ো বাবল পরিবেশ তৈরি করতে হবে আয়োজক ভেন্যুগুলোতে। বায়ো বাবলে ফাটল ধরার কারণেই এবারের আইপিএলে করোনাভাইরাসে আক্রমণ হয়।যার কারণে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপটালসের ক্রিকেটাররা কোভিড আক্রান্ত হন। বাকি ৩১টি ম্যাচ আয়োজন করতে না পারলে বিসিসিআই-এর প্রায় ৩৪ কোটি ডলার (প্রায় ২৯০০ কোটি টাকা) আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা আছে।

এ বিভাগের আরো খবর