বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরলেন সাকিব-মুস্তাফিজ

  •    
  • ৬ মে, ২০২১ ১৬:২২

চার্টার্ড ফ্লাইটে করে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকায় পৌঁছান এই দুই তারকা ক্রিকেটার। দেশে ফেরার পর নিয়মানুযায়ী তাদের এখন থাকতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বায়ো বাবলে করোনা সংক্রমণ হওয়ায় মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয় এবারের আসর। তাতে করে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরলেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের জন্য ১৯ মে দেশে ফেরার কথা থাকলেও তারা দেশে ফিরেছেন বৃহস্পতিবার। এদিন চার্টার্ড ফ্লাইটে করে বিকেল ৪টার দিকে ঢাকায় পৌঁছান তারা। নিয়মানুযায়ী তাদের এখন থাকতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে।

সাকিব তার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবেন রাজধানীর হোটেল ফোর পয়েন্টসে। অন্যদিকে সস্ত্রীক মুস্তাফিজ কোয়ারেন্টিনে থাকবেন হোটেল সোনারগাঁওয়ে।

আইপিএল খেলার জন্য শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নেন এ দুই ক্রিকেটার। তবে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন তারা।

আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে মুস্তাফিজ নিয়মিত খেললেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে সেটি হয়নি সাকিবের। তিন ম্যাচ খেলার পর আর একাদশে সুযোগ পাননি তিনি।

সাকিবের দেশে ফেরায় শুভেচ্ছা জানিয়ে টুইট করেছে তার দল কলকাতা নাইট রাইডার্স। তারা লিখেছে, 'ধন্যবাদ সাকিব আল হাসান। আমরা জানতে পেরে খুশি যে আপনি মুস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে দেশে অবতরণ করেছেন।'

মুস্তাফিজুর রহমান নিজের টুইটার ছবি দিয়েছে ফ্লাইটের। ফ্লাইটে মুস্তাফিজ, তার স্ত্রী ও সাকিব আল হাসান ছিলেন।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৩ মে। ২৫ ও ২৮ মে হবে বাকি দুই ওয়ানডে। তিনটি ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এ বিভাগের আরো খবর