৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৬ মে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা দল। সিরিজ শুরু হচ্ছে ২৩ মে।
শ্রীলঙ্কায় টেস্ট সিরিজজের দলে না থাকা ক্রিকেটাররা ২ মে থেকে মিরপুরে শুরু করেছেন অনুশীলন। তাদের মধ্যে আছেন সৌম্য সরকারও।
সিরিজ শুরুর আগে বাঁহাতি এ ব্যাটসম্যানের আশা, নিউজিল্যান্ডের কাছে ৩-০ তে সিরিজ হারের স্মৃতি ভুলে ঘরের মাঠের সিরিজ জয়।
‘যেগুলা নিউজিল্যান্ডে হয়ে গিয়েছে, ওগুলো নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। শ্রীলঙ্কার সঙ্গে যে ওয়ানডে সিরিজটা আছে, সবাই আগেরগুলো ভুলে গিয়ে নতুন করে ভালো পারফর্ম করবে। আশা করি আমাদের হোমের সিরিজটা হোমেই থেকে যাবে। আমরা আশাবাদী সব খেলোয়াড় হোম সিরিজে ভালো খেলবে,’ বলেন সৌম্য।
ঘরের মাঠে সিরিজে সৌম্য চিন্তা করতে চাইছেন এক ম্যাচ করে। বলেন, ‘সব সময় তো যখন নামি, জেতার জন্যই নামি। তো ম্যাচ বাই ম্যাচ যাওয়ার চেষ্টা করব আমরা। চেষ্টা থাকবে প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচ। আশা করব যে তিনটা ম্যাচই খুব ভালোভাবে খেলব। তার চেয়ে বড় কথা হচ্ছে মাঠের ক্রিকেটটা খুব ভালো খেলা। সব দিকটা যেন সবার ভালো হয় এইটা নিয়েই বেশি মনোযোগ থাকবে।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তবে তারা দুজনই ফিরছেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে। সৌম্য আশা রাখছেন, দুজনই ভালো করবেন ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে।
‘সাকিব ভাই খেললে সব সময় দুইটা দিক পাওয়া যায়। তো এটা অবশ্যই টিমের জন্য অনেক বড় ব্যাপার। আর মুস্তাফিজকে দেখছিলাম আইপিএলে অনেক ভালো বল করছে। টিমের জন্য এটা খুব ভালো একটা ব্যাপার হবে যে তারা দুজন একসাথে কামব্যাক করছে। আশা করব যে তারা দুইজন অনেক ভালোভাবেই সিরিজটা খেলবে।’