তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৬ মে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা দল। বুধবার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৬ মে ঢাকায় আসার পর ৩ দিন কোয়ারেন্টিনে থাকবে লঙ্কানরা। হোটেলে কোয়ারেন্টিন করার পর নিজেদের মধ্যে অনুশীলন শুরু করতে পারবে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৩ মে। তবে তার আগে ২১ মে বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
২৩ মে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দিবারাত্রির ম্যাচ তিনটি হবে যথাক্রমে ২৩, ২৫ ও ২৮ মে।
সিরিজ শেষ করে ২৯ মে দেশে ফিরে যাবে সফরকারীরা।
সম্প্রতি শ্রীলঙ্কা থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ। প্রথম টেস্ট ড্র করতে পারলেও দ্বিতীয় টেস্ট হেরে ১-০ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ।
টেস্ট স্কোয়াডে না থাকা বাংলাদেশ খেলোয়াড়রা ২ মে থেকে শুরু করেছেন অনুশীলন।