করোনাভাইরাসের আক্রমণে বিপর্যস্ত পুরো বিশ্ব। এমন কোনো ক্ষেত্র নেই যেটি এই ভয়াবহ ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্ত হয়নি। এমন মহামারিকে দূর করার সুপার পাওয়ার চান সাকিব আল হাসান।ক্রিকেট ওয়াবসাইট ক্রিকইনফোর সঙ্গে বুধবার এক র্যাপিড ফায়ার রাউন্ডে মুখোমুখি হন বিশ্বসেরা অলরাউন্ডার। সেখানে কোন সুপার পাওয়ার চান প্রশ্নের জবাবে সাকিব জানান, ‘যেটি দিয়ে বিশ্বকে করোনামুক্ত করা সম্ভব।’করোনাভাইরাসের কারণে আইপিএল স্থগিত হয়ে গেলেও ভারতেই আছেন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এর হয়ে এবারের আসরে অংশ নেয়া সাকিব। নিজের হোটেল রুমে বসেই এই র্যাপিড ফায়ার প্রশ্নগুলোর জবাব দেন তিনি।নিজের জাতীয় দল বাংলাদেশ ও ফ্র্যাঞ্চাইজি কেকেআরের সতীর্থদের নিয়ে মজার মজার প্রশ্নের মজার সব উত্তর দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।বাংলাদেশ দলে কাকে দৌঁড়ে হারাতে পারবেন এমন প্রশ্ন করা হলে সাকিব উত্তর দেন, ‘মুশফিকুর রহিম’। বিকেএসপিতে পড়ার সময় মুশফিকের চেয়ে দুষ্ট ছিলেন তিনি দাবি করেন এই তারকা অলরাউন্ডার।তার দুই শিক্ষক নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গেই ক্রিকেট নিয়ে সব আলাপ সারেন সবসময় জানান সাকিব।পুরো টুর্নামেন্ট তাদের খেলতে হয়েছে কোয়ারেন্টিনে থেকে। কোন জিনিস ছাড়া কোয়ারেন্টিন অসম্ভব এর জাবাবে সোজাসাপ্টা উত্তর সাকিবের, ‘ইন্টারনেট’।মাছে ভাতে বাঙালি বলেই কিনা, মাছ নিয়েও জানতে চাওয়া হয় সাকিবের কাছে। বিশ্বের কোন জায়গায় সবচেয়ে সুস্বাদু মাছের ডিশ পাওয়া যায়, লন্ডন, ক্যারিবিয়ান না বাংলাদেশের মাগুরায় এমন প্রশ্নের জবাবের নিজের বাড়িকেই বেছে নেন সাকিব।খাওয়া দাওয়ার মধ্যে শুধু মাছই না ফুচকাও দারুণ পছন্দ বিশ্বসেরা অলরাউন্ডারের। ‘সামনে যতগুলো থাকবে সব খেতে পারব। ১০০টাও,’ এমনটাই দাবি তার।ছেলেবেলার দুই হিরো ওয়াসিম আকরামের মতো বল করতে ও সাঈদ আনোয়ারের মতো ব্যাট করতে চান সাকিব। ক্রিকেট নিয়ে আরও বলেন, ‘এমসিজিতে ছক্কা হাঁকানো সবচেয়ে কষ্ট’।লিওনেল মেসির ভক্ত সাকিব সুযোগ পেলে আর্জেন্টিনা বা বার্সেলোনার খেলা টিকিট কেটে দেখতে চান। আর অবসরে স্ত্রী শিশিরকে নিয়ে উপভোগ করতে চান কোনো সুপারহিরো ফিল্ম।সাকিবের অবসর সময় শেষ হচ্ছে শিগগরই। এই সপ্তাহেই তিনি ও মুস্তাফিজুর রহমান দেশে ফিরছেন। এরপর নির্ধারিত কোয়ারেন্টিন শেষে যোগ দেবেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে।
করোনা দূর করার সুপার পাওয়ার চান সাকিব
করোনাভাইরাসের কারণে আইপিএল স্থগিত হয়ে গেলেও ভারতেই আছেন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এর হয়ে এবারের আসরে অংশ নেয়া সাকিব। নিজের হোটেল রুমে বসেই এই র্যাপিড ফায়ার প্রশ্নগুলোর জবাব দেন তিনি।
-
ট্যাগ:
- সাকিব
এ বিভাগের আরো খবর/p>