বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঘরের কন্ডিশনে স্বস্তিতে ডমিঙ্গো

  •    
  • ৪ মে, ২০২১ ১৯:০৫

শ্রীলঙ্কায় সিরিজ হারের পর ওয়ানডেতে নিজ মাঠে ঘুরে দাঁড়াবে স্বাগতিক বাংলাদেশ এমনটা প্রত্যাশা দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোর। দেশে ফিরে সাংবাদিকদের এ সাউথ আফ্রিকান কোচ বলেন নিজেদের কন্ডিশনে ফিরতে পেরে খুশি তিনি।

দুই টেস্টের সিরিজ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। কঠিন সিরিজ শেষ খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না টাইগাররা। মের শেষেই শ্রীলঙ্কা আসছে তিন ম্যাচের ওয়ানডে খেলতে। সেই সিরিজের প্রস্তুতি ক্যাম্পে লঙ্কা ফেরত ক্রিকেটাররা যোগ দেবেন ৭ মে।শ্রীলঙ্কায় সিরিজ হারের পর ওয়ানডেতে নিজ মাঠে ঘুরে দাঁড়াবে স্বাগতিক বাংলাদেশ এমনটা প্রত্যাশা দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোর। দেশে ফিরে সাংবাদিকদের এ সাউথ আফ্রিকান কোচ বলেন নিজেদের কন্ডিশনে ফিরতে পেরে খুশি তিনি।‘ঘরের কন্ডিশনে আবারও খেলতে পারাটা খুশির বিষয়। সাকিব-মুস্তাফিজের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের ফিরে পাওয়াটাও ইতিবাচক। পরের সিরিজটা গুরুত্বপূর্ণ কারণ বিশ্বকাপ বাছাইপর্বের সিরিজে পয়েন্টের হিসেব থাকবে। নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন সিরিজ শেষে আমাদের ছন্দে ফিরতে হবে। আমরা খুবই বিপজ্জনক একটি দলের বিপক্ষে খেলব। তাদেরকে হারাতে হলে খুব ভালো খেলতে হবে।’শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের পারফর্মেন্স নিয়ে উঠছে অনেক প্রশ্ন। টাইগারদের টেস্ট টেম্পারমেন্ট নিয়েও অভিযোগ অনেক বিশ্লেষকের। তবে হারের পরও ইতিবাচক অনেক কিছুই দেখছেন ডমিঙ্গো।‘আমরা সফর থেকে ইতিবাচক অনেক কিছুই পেয়েছি। প্রথম টেস্টে আমরা অনেক ভালো খেলেছি। বোলাররা খুব ভালো বল করেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও আমরা প্রথম টেস্টে ভালো খেলেছি। কিছু বাজে সিদ্ধান্ত ও ভুলের কারণে ম্যাচটা হারতে হয়। দ্বিতীয় টেস্টও টানটান অবস্থায় ছিল। অল্প হলেও উন্নতি দেখছি। যা দেখছি তাতে আমি এক্সাইটেড।’টেস্টে একজন বিশেষজ্ঞ অলরাউন্ডারের অভাব বোধ করেছেন টাইগারদের হেড কোচ। বিশেষ করে সাকিব না থাকায় দলের ব্যালান্স নিয়ে ঝামেলায় পড়তে হয়েছে তাকে।‘সাকিব না থাকলে ব্যালান্সে সমস্যা হয়। একজন বোলার বা ব্যাটসম্যান কম নিয়ে খেলতে হয়। আমাদের একজন অলরাউন্ডার প্রয়োজন যে দলে ব্যালান্স আনতে পারে। এখন সাকিব আছে। কিন্তু আমাদের এমন একজন লাগবে যে টপ ছয়ে ব্যাট করতে পারে ও সিম বোলিং করতে পারে। দেশের বাইরে এটা গুরুত্বপূর্ণ।’বাংলাদেশের সাম্প্রতিক খারাপ পারফর্মেন্সের দায় কিছুটা বর্তাচ্ছে ডমিঙ্গোর ওপরও। তবে এই সাউথ আফ্রিকান নিজের জায়গা নিয়ে শঙ্কিত নন।‘আমি চিন্তিত নই। খেলোয়াড়দের সঙ্গে কাজ করাটা উপভোগ করছি। অনেক কাজ এখনও বাকি। আমরা যখন দেশে না থাকি, তখন ঘরোয়া ক্রিকেট ও অন্যান্য সুবিধা কীভাবে ক্রিকেটারদের জন্য কাজ করে সেদিকে নজর দিতে হবে। এটা ঠিক কিছু বাজে ফল এসেছে। কিন্তু দলের সঙ্গে আমি একাত্ম হচ্ছি এখন। ভবিষ্যতের জন্য আমি আত্মবিশ্বাসী।’সব কিছু ছাপিয়ে ডমিঙ্গোর মাথায় এখন শুধু লঙ্কা সিরিজ। তিনি জানেন ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারাটা হবে বড় ধরনের বিপর্যয়।‘ঘরের মাঠে সিরিজ হারলে অনেক প্রশ্ন উঠবে। শ্রীলঙ্কা সিরিজের আগে আমাদের খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে। অতীতের ভুল থেকে শিখতে হবে।’

এ বিভাগের আরো খবর