বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনা আক্রান্ত সানরাইজার্সের সাহা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৪ মে, ২০২১ ১৩:৩৪

সানরাইজার্সের উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা মঙ্গলবার সকালে কোভিড পজিটিভ হয়েছেন। সানরাইজার্সের বিপক্ষে মুম্বাইয়ের আজ সন্ধ্যার ম্যাচটি স্থগিত করা হয়েছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলে) বাড়ছে করোনার প্রকোপ। কলকাতা নাইট রাইডার্স, চেন্নাইস সুপার কিংসের পর এবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে্ন সানরাইজার্স হায়দরাবাদের খেলোয়াড়।সানরাইজার্সের উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা মঙ্গলবার সকালে কোভিড পজিটিভ হয়েছেন। সানরাইজার্সের বিপক্ষে মুম্বাইয়ের আজ সন্ধ্যার ম্যাচটি স্থগিত করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে ভারতের ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো।সোমবার আইপিএলের দুই অন্যতম ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সদস্যরা কোভিড আক্রান্ত হন।দুই খেলোয়াড় বরুণ চক্রবর্তী ও সানদিপ ওয়ারিয়রের কোভিড পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করে কেকেআর।সিএসকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাসি বিশ্বনাথন ও বোলিং কোচ লাক্সমিপতি বালাজি ও একজন বাস ক্লিনার পজিটিভ হন সোমবার। তারপর থেকেই দলের সদস্যদের আইসোলেশনে রাখা হয়েছে।কলকাতার বিপক্ষে সবশেষ ম্যাচ খেলা দিল্লি ক্যাপিটালসের পুরো দলকেই আইসোলেশনে থেকে পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছে বিসিসিআই।কোভিডের প্রকোপের মধ্যে আইপিএল বন্ধ করতে দিল্লির হাইকোর্টে মামলা করেছেন স্থানীয় দুই আইনজীবী ও এক মানবাধিকার কর্মী। জনস্বাস্থ্যের চেয়ে আইপিএলকে কেন অগ্রাধিকার দেয়া হচ্ছে, তা তদন্তে রিট আদেশ বা নির্দেশনা জারি করতে আদালতের কাছে আবেদন করেছেন তারা।তারপরও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চালিয়ে যেতে বদ্ধপরিকর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গত দুই দিনে দুটি ফ্র্যাঞ্চাইজির ক্যাম্পে করোনাভাইরাসের উপস্থিতির পর বিসিসিআই চিন্তা করছে পুরো টুর্নামেন্টটিকে একটি শহরে আয়োজন করার।ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দুই কোটি। পুরো স্বাস্থ্যব্যবস্থা হিমশিম খাচ্ছে চিকিৎসাসেবা দিতে। দেখা দিয়েছে হাসপাতাল বেড ও অক্সিজেন সংকট।এমন অবস্থায় টুর্নামেন্টকে আহমেদাবাদ, চেন্নাই, ও দিল্লি থেকে টুর্নামেন্টের ম্যাচগুলো সরিয়ে মুম্বাইয়ে আনার পরিকল্পনা করছে বিসিসিআই। তবে, তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ খেলোয়াড়দের বায়ো বাবলে রাখা।বায়ো বাবল নিশ্চিত করতে এরই মধ্যে বিসিসিআই মুম্বাইয়ের শীর্ষ হোটেলগুলোর সঙ্গে যোগাযোগ করেছে ও জানতে চেয়েছে তারা বোর্ডের শর্ত অনুযায়ী খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষা দিতে পারবে কিনা।

এ বিভাগের আরো খবর