ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ হওয়ার আগেই দেশে ফিরছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে সিরিজ শুরুর আগেই ঢাকায় থাকবেন দুই তারকা ক্রিকেটার।
সোমবার সাকিব ও ফিজের ঢাকায় ফেরার বিষয়টি ক্রিকবাজকে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
গত এক মে থেকে কোভিড স্বাস্থ্যবিধি অনুযায়ী, ভারত ও সাউথ আফ্রিকা থেকে বাংলাদেশে আসা যে কাউকে ১৪ দিনের কোয়েরেন্টিন পর্ব পালন করতে হবে। সাকিব ও মুস্তাফিজের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি শিথিল করা নিয়ে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে বিসিবি।
শ্রীলঙ্কা সফর শেষে বাংলাদেশ দলকেও এই কোয়ারেন্টিন পর্ব পালন করতে হবে।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা সাকিব ও মুস্তাফিজের কাছে জানতে চেয়েছি তাদের প্ল্যান কী। একইসঙ্গে স্বাস্থ্যমন্ত্রণালয়ের কাছেও এই দুই খেলোয়াড়ের ফেরা নিয়ে কী ধরনের প্রটোকল মেনে চলতে হবে সেটাও জানতে চেয়েছি।’
এবার আইপিএলে সাকিব আল হাসান খেলছেন কলকাতা নাইট রাইডার্স ও মুস্তাফিজুর রহমান খেলছেন রাজস্থান রয়্যালসে। ইতোমধ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের বেগতিক অবস্থার মধ্যেও আইপিএল অব্যাহত থাকা নিয়ে সমালোচনা চলছে।
এই দুই ক্রিকেটার ১৯ মে ফিরতে পারেন বলে আশা করছে বোর্ড। এরপর তিন দিনের কোয়ারেন্টিন পর্ব শেষে ২৩ মে থেকে শুরু হতে যাওয়া লঙ্কান সিরিজে অংশ নিবেন এই দুই ক্রিকেটার।
তবে স্বাস্থ্যবিধি অনুযায়ী সাত বা ১৪ দিনের কোয়ারেন্টিন পর্বের বাধ্যবাধকতা থাকলে সাকিব ও মুস্তাফিজ আরও আগেই দেশে ফিরতে পারেন বলে জানায় বিসিবি।ঘরের মাঠে লঙ্কান সিরিজ সামনে রেখে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুকের ফেরা নিয়েও স্বাস্থ্যমন্ত্রণালয়ে যোগাযোগ করছে বিসিবি।