সময়টা ভালো কাটছিল না বাংলাদেশ দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনের। চোটে পড়েছিলেন। সেই চোট থেকে ফিরে জায়গা পান নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দলে। কিন্তু চোটের কারণে সেখানেও মেলেনি সুযোগ।
চোট কাটিয়ে ডাক পেয়েছেন ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য। মিরপুরে শুরু করেছেন অনুশীলন।
অনুশীলন শেষে সোমবার জানালেন, আগের চেয়ে আত্মবিশ্বাসী তিনি। খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে থাকা বাংলাদেশ দল ফিরবে সঠিক রাস্তায়, এমন ব্যাপারেও তিনি আশাবাদী।
‘অবশ্যই আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী। কারণ এখন যখন আমি ব্যাটিং, বোলিং করছি আমার মনে হচ্ছে আগের চেয়ে ভালো অবস্থানে আছি। এ জায়গা থেকে বলব যে আমি আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী,’ বলেন মোসাদ্দেক।
তিনি যোগ করেন, ‘সাম্প্রতিক সময়ে আমাদের দলের যে অবস্থা, সবাই দেখেতেছে যে আমরা একটা খারাপ সময় পার করছি। আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এটা ওভারকাম করব। দল খুব ভালোভাবে কামব্যাক করবে।’
মোসাদ্দেক সাধারণত খেলে থাকেন ব্যাটিং অর্ডারে শেষের দিকে, দায়িত্ব থাকে ফিনিশারের। সেই সময়ে বেশি রান করার জন্য বিশেষ কিছু ডেলিভারি নিয়েই বেশি কাজ করছেন বলে জানান এ অলরাউন্ডার।
২০১৬ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া মোসাদ্দেক বলেন, ‘আমি এটা নিয়েই কাজ করছি যে স্লোয়ার ও ইয়র্কার থেকে কিভাবে রান বের করতে পারব। এর বাইরে আমি মনে করি নতুন করে কাজ করার কিছু নেই, তাই এ জায়গায় উন্নতি নিয়ে কাজ করছি।’