সোমবার সকালে করোনার কারণে স্থগিত করা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যেকার ম্যাচ।কলকাতার দুই খেলোয়াড় বরুণ চক্রবর্তী ও সানদিপ ওয়ারিয়র করোনা পজিটিভ হলে এই সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।এরপরই খবর আসে চেন্নাই সুপার কিংস শিবিরে করোনা উপস্থিতির। মহেন্দ্র ধোনির ফ্র্যাঞ্চাইজি সুপার কিংসের তিন সদস্য করোনা পজিটিভ হয়েছেন।ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো জানায়, কোনো খেলোয়াড় নেই পজিটিভ হওয়াদের তালিকায়। দলের প্রধান নির্বাহী কর্মকর্তা কাসি বিশ্বনাথন ও বোলিং কোচ লাক্সমিপতি বালাজি ও একজন বাস ক্লিনার পজিটিভ হয়েছেন।রোববার দল ও এর সঙ্গে সংশ্লিষ্ট সকলের করোনা টেস্ট করানো হয়। সেখানে পজিটিভ হয়েছেন এই তিনজন।সোমবার সকালের আবারও ওই তিনজনের পরীক্ষা করা হয়। আবার পজিটিভ আসলে ওই তিনজনকে বায়ো বাবল থেকে বের হয়ে আইসোলেশনে থাকতে হবে।টানা দুটি পরীক্ষায় নেগেটিভ আসার পর তারা দলের সঙ্গে ফিরতে পারবেন।
আইপিএলের তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এই আসরেও আছে দারুণ ছন্দে। সাত ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে ধোনির দল।চেন্নাইয়ের পুরো স্কোয়াড ও ম্যানেজমেন্ট এখন আছে দিল্লিতে। যেখানে করোনা পরিস্থিতি ভারতের মধ্যে অন্যতম ভয়াবহ।রোববার দিল্লিতে নতুন করে অন্তত ২০ হাজার জনের করোনা শনাক্ত হয়। মৃত্যু হয় ৪০৭ জন। অন্যদিকে সরকারি তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর ভারতে এ দিন সর্বোচ্চ ৩ হাজার ৬৮৯ জনের মৃত্যু হয়েছে। রোববার এক দিনে সর্বোচ্চ প্রায় ৪ লাখ মানুষের করোনা শনাক্তও হয় দেশটিতে।