ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সোমবার রাতে মুখোমুখি হওয়ার কথা কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি)।তবে, কেকেআর ক্যাম্পে করোনা সংক্রমণের কারণে পিছিয়ে দেয়া হয়েছে ম্যাচটি।আহমেদাবাদে স্থানীয় সময় রাত ৮টায় মাঠে নামার কথা ছিল দুই দলের। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায় কেকেআরের দুই ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় ম্যাচটি স্থগিত করা হয়েছে।ভারতীয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে করোনা আক্রান্ত কেকেআরের দুই খেলোয়াড় হচ্ছেন বরুণ চক্রবর্তী ও সানদিপ ওয়ারিয়র।
আনুষ্ঠানিকভাবে কেকেআর ও আরসিবি এখনও কিছু জানায়নি। বিপিএলের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই জন ছাড়া আর কারও করোনা ধরা পড়েনি। কেকেআরের পুরো দলেরই আবার করোনা পরীক্ষা করা হবে। শিগগিরই বিসিসিআই ম্যাচের নতুন সূচি ঘোষণা করবে।
তিন ম্যাচ একাদশের বাইরে থাকার পর এই ম্যাচে মাঠে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়া কেকেআর টানা তিন ম্যাচ হেরেছে। সাত ম্যাচের মধ্যে মাত্র দুই ম্যাচে জয় পেয়েছে ওইন মর্গ্যানের দল। চার পয়েন্ট নিয়ে আছে টেবিলের সাতে।আর সাত ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে আরসিবি আছে টেবিলের তিনে। দুই দলের প্রথম দেখায় কেকেআরকে ৩৮ রানে হারায় ভিরাট কোহলির দল।ভারতে সাম্প্রতিক করোনা মহামারি ভয়ংকর রূপ নিয়েছে। রোববার সারা দেশে ৩ লাখ ৬৮ হাজার ১৪৭ জন নতুন সংক্রমিত হন। মারা যান ৩ হাজার ৪১৭ জন।