চতুর্থ দিনের শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৭৭। জয়ের জন্য চাওয়া ছিল আরও ২৬০ রান, উইকেটে ছিলেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ।শ্রীলঙ্কার বেঁধে দেওয়া ৪৩৭ রানের লক্ষ্য অতিক্রম করে জিতলে, সেটি হতো বিশ্ব রেকর্ড। ড্রয়ের জন্য পঞ্চম দিনে বাংলাদেশের ব্যাট করা লাগত ৯৮ ওভার। স্পিন বিষে ভরা পিচে সেটা ছিল অনেকাংশেই অসম্ভব।পারেনি বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও তারা নীল হয়েছে অভিষিক্ত লঙ্কান স্পিনার প্রাভিন জয়াউইক্রামার স্পিন বিষে। তরুণ এ বাঁহাতি স্পিনার নিয়েছেন পাঁচ উইকেট। তাতে বাংলাদেশ গুটিয়ে গেছে ২২৭ রানে।ভাগ্যে জুটেছে ২০৯ রানের হার। সঙ্গে সিরিজও খোয়াতে হয়েছে ১-০ ব্যবধানে।পঞ্চম দিনে হাতে থাকা পাঁচ উইকেটে বাংলাদেশ টিকতে পেরেছে কেবল ২৩ ওভার।দিনের তৃতীয় ওভারেই ফিরে যান লিটন। প্রাভিন জয়াউইক্রামার আর্ম বল ডিফেন্ড করতে গিয়েছিলেন। বল তার ব্যাটকে ফাঁকি দিয়ে আঘাত হানে প্যাডে। আম্পায়ার আঙুল তুলে দিলে রিভিউ নেন লিটন। কিন্তু রিভিউ রক্ষা করতে পারেনি তাকে। ইনিংসে জয়াউইক্রামার তৃতীয় শিকার হয়ে ১৭ রানে ফিরতে হয় তাকে। বাংলাদেশের স্কোর তখন ১৮৩/৬।টার্ন করতে থাকা পিচে লঙ্কার স্পিনারদের সামনে রীতিমত খাবি খেতে থাকেন বাংলাদেশ ব্যাটসম্যানরা। লিটনের পর ফিরে যান তাইজুল ইসলাম।ধনঞ্জয়া ডি সিলভার ফ্ল্যাট ডেলিভারিকে থার্ডম্যানে স্টিয়ার করতে গেলে বল তার ব্যাটের কানায় লাগে। উইকেটের পেছনে থাকা নিরোশান ডিকওয়েলা গ্লাভস হাতে কোনো ভুল করেননি। ৩০ বল খেলা তাইজুল কট বিহাইন্ড হয়ে ফেরেন দুই রান করে। বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২০৬/৭।তাসকিন আহমেদকে নিয়ে লড়াই চালিয়ে যান মেহেদী মিরাজ। বাংলাদেশের দ্রুত পরাজয়ের সামনে তিনি একাই দাঁড়িয়ে ছিলেন শেষ বাধা হিসেবে। এক ঘণ্টার খেলা শেষে পানি পানের বিরতির সময় তার স্কোর ছিল ৩৫*। বাংলাদেশের সংগ্রহ ২২২/৭।তাসকিন সাত রান করে আউট হন রমেশ মেন্ডিসের বলে। এরপর মিরাজ ৩৯ রানে জয়াউইক্রামার বলে আউট হলে শেষ হয়ে যায় বাংলাদেশের আশা। মিরাজের প্যাডল সুইপটা আগেই বুঝতে পেরেছিলেন পাথুম নিসাঙ্কা। অনেকটুকু সরে গিয়ে দারুণভাবে ক্যাচ নিয়ে তিনি ফেরান মিরাজকে।এরপর আবু জায়েদ রাহিকে বিদায় করতে জয়াউইক্রামা নেন মাত্র তিন বল। লেগ বিফোর করে নিশ্চিত করেন, দ্বাদশ বোলার হিসেবে টেস্ট অভিষেকে ১১ উইকেট নেয়ার রেকর্ড এখন তার।লড়াই যতটুকু করেছে বাংলাদেশ, তা মিরাজের কল্যাণে। ৩৯ রানের ইনিংসে মিরাজ খেলেছেন ৮৬ বল। যা বাংলাদেশ ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।ম্যাচসেরা যে প্রাভিন জয়াউইক্রামাই হয়েছেন, তাতে প্রশ্ন থাকার কথা নয়। দুই ইনিংসে নিয়েছেন পাঁচ উইকেট বা তার বেশি। অভিষেকে গুঁড়িয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং।আপাতত সিরিজ হেরে বাংলাদেশ দল ঢাকায় ফিরছে মঙ্গলবার। সেখানে ফিরে শুরু হবে ওয়ানডে সিরিজের প্রস্তুতি, সেটিও শ্রীলঙ্কার বিপক্ষেই, তবে এবার লড়াইটা ঘরের মাটিতে।
২০৯ রানে হারল বাংলাদেশ
৪৩৭ রানের লক্ষ্যে পাঁচ উইকেট অক্ষত রেখে পঞ্চম দিন শুরু করে বাংলাদেশ। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৫০ রান যোগ করেই অলআউট হয় তারা।
-
ট্যাগ:
- বাংলাদেশ ক্রিকেট
এ বিভাগের আরো খবর/p>