বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শুরুতেই ফিরলেন লিটন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ মে, ২০২১ ১০:৩৭

আম্পায়ার আঙ্গুল তুলে দিলে রিভিউ নেন লিটন। কিন্তু রিভিউ রক্ষা করতে পারেনি তাকে। ইনিংসে জয়াউইক্রামার তৃতীয় শিকার হয়ে ১৭ রানে ফিরতে হয় তাকে।

৯৮ ওভারে করতে হবে ২৬০ রান। অক্ষত আছে পাঁচ উইকেট। এমন প্রায় অসম্ভব সমীকরণ সামনে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন পাল্লেকেলে স্টেডিয়ামে নামে বাংলাদেশ। নতুন করে ইনিংস শুরু করেন ১৪ রানে অপরাজিত থাকা লিটন দাস ও চার রানে থাকা মেহেদী মিরাজ।টেস্ট জিততে হলে করতে হবে ৪৩৭ রানের বিশ্বরেকর্ড। সেই লক্ষ্য হয়তো ছিল না বাংলাদেশের সামনে। পাঁচ উইকেট নিয়ে সারাদিন ব্যাট করার যে ক্ষীণ আশা ছিল সফরকারী দলের সামনে পঞ্চম দিন সকালেই সেটিতে লাগে বিশাল আঘাত।দিনের তৃতীয় ওভারেই ফিরে যান লিটন। প্রাভিন জয়াউইক্রামার আর্ম বল ডিফেন্ড করতে গিয়েছিলেন। বল তার ব্যাটকে ফাঁকি দিয়ে আঘাত হানে প্যাডে। আম্পায়ার আঙ্গুল তুলে দিলে রিভিউ নেন লিটন। কিন্তু রিভিউ রক্ষা করতে পারেনি তাকে। ইনিংসে জয়াউইক্রামার তৃতীয় শিকার হয়ে ১৭ রানে ফিরতে হয় তাকে। বাংলাদেশের স্কোর তখন ১৮৩/৬।এর আগে চতুর্থ দিন, এর আগে ৪৩৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। টানা চার ফিফটির পর তামিম ফেরেন দারুণ টার্ন করা রমেশ মেন্ডিসের এক বলে। একই পথে ফিরেছেন নাজমুল হোসেন শান্তও, প্রাভিন জয়াউইক্রামার বলে।সাইফ হাসান বিলিয়ে এসেছেন উইকেট। জয়াউইক্রামার বলে উড়িয়ে মারতে গিয়ে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন। মুমিনুলও ফিরেছেন রমেশের বলে। সামান্য টার্ন করা বলে ব্যাটের কানা লাগিয়ে বোল্ড হয়েছেন।মুশফিকুর রহিম ফেরেন রমেশের দারুণ এক ডেলিভারিতে। টার্ন করে বল মুশফিকের গ্লাভস ছুঁয়ে পৌঁছে যায় লেগ স্লিপের হাতে।

এ বিভাগের আরো খবর