ওয়ানডে ফরম্যাটে এক রাউন্ডের খেলা হয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল)। করোনার কারণে গতবছরের ১৯ মার্চ স্থগিত করতে হয় লিগ। প্রায় এক বছর পর আবারও লিগ মাঠে ফেরাতে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আন্তর্জাতিক ব্যস্ত সূচি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবার পুরনো ফরম্যাট ঝেড়ে নতুন ফরম্যাটে লিগটাকে শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ওয়ানডের পরিবর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে হবে ডিপিএলের এবারের আসর। আগামী ৩১ মে থেকে পুনরায় লিগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি (সিসিডিএম)।
নতুন ফরম্যাটে নতুনভাবে মাঠে গড়াবে লিগটি।
সিসিডিএম-এর চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেন, ‘সিসিডিএম বিসিবির সঙ্গে আলোচনা করে ৩১ মে থেকে ডিপিএল আয়োজন করার পরিকল্পনা করছে। এটা হবে টি-টোয়েন্টি ইভেন্ট। আআন্তর্জাতিক সূচি আর টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই আমরা মনে করছি, ২০১৯-২০ মৌসুমে এই ফরম্যাটটাই আদর্শ হবে।’
করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধিকে প্রাধান্য দেয়া হবে বলে জানান কাজী ইনাম।
‘বিসিবি সভাপতি খেলোয়াড়দের এই সময়টায় সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিতে পরিষ্কার দিকনিদের্শনা দিয়েছেন।
‘এই মৌসুমে বোর্ড দুটি টুর্নামেন্ট ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সফলভাবে আয়োজন করেছে। সেই অভিজ্ঞতা থেকেই বঙ্গবন্ধু ডিপিএল আয়োজনের পরিকল্পনা করছি। আমরা জানি, এই লিগটা খেলোয়াড় এবং ক্লাবের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’
গত বছর ১৫ মার্চ শুরু হয় ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। কিন্তু করোনাভাইরাস প্রকোপে মাত্র এক রাউন্ড শেষেই লিগ বন্ধ করে দিতে হয়।