বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রথম ইনিংসে আরও ভালো করা উচিত ছিল: শান্ত

  •    
  • ২ মে, ২০২১ ১৮:৫৫

প্রথম ইনিংসে বাংলাদেশের এক সময় সংগ্রহ ছিল ৩ উইকেটে ২১৪। সেখান থেকে মাত্র ৩৭ রানে ৭ উইকেট হারায় তারা।

পাল্লেকেলেতে বাংলাদেশকে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য বেঁধে দিয়েছে শ্রীলঙ্কা। সেই রান তাড়ায় নেমে চতুর্থ দিন শেষে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। এখনও রান চাই ২৬০।

বাংলাদেশের এত বড় লক্ষ্য তাড়ায় দায় আছে তাদের প্রথম ইনিংসে ব্যাটিং ধসের। শ্রীলঙ্কার ৪৯৩ রানের জবাবে বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল মাত্র ২৫১ রানে। তাতে ২৪২ রানের বড় লিড পেয়েছিল স্বাগতিকরা।

তাই দ্বিতীয় ইনিংসে ১৯৪ রানেই শ্রীলঙ্কার ৯ উইকেট নিয়ে নিলেও লাভ হয়নি, লক্ষ্য দাঁড়িয়েছে পাহাড়সম ৪৩৭। যেটি তাড়া করে জিততে হলে করতে হবে বিশ্বরেকর্ড!

প্রথম ইনিংসে বাংলাদেশের এক সময় সংগ্রহ ছিল ৩ উইকেটে ২১৪। সেখান থেকে মাত্র ৩৭ রানে ৭ উইকেট হারায় তারা।

বাংলাদেশ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত মানছেন, প্রথম ইনিংসে আরও ভালো করা দরকার ছিল তাদের। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এমনটিই বলেন প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা এ ব্যাটসম্যান।

‘প্রথম ইনিংসে আরও ভালো ব্যাটিং করা উচিৎ ছিল। ওখানে আমরা একটু পেছনে পড়ে গেছি। ভালো শুরু করেছিলাম। ৩ উইকেটে ২০০ রানের মত ছিলাম। ওখান থেকে পরে আর পার্টনারশিপ হয়নি। ঐ জায়গাতেই আমরা পিছিয়ে পড়েছি,’ বলেন এ বাঁহাতি ব্যাটসম্যান।

চতুর্থ দিনে ইতিমধ্যেই পিচ সাহায্য করছে স্পিনারদের। শান্ত এটিকে স্বাভাবিক ভাবেই দেখছেন। বরং দুষছেন নিজেদের ব্যাটিংকেই। শান্ত নিজেও ফিরেছেন ২৬ রান করে, ব্যাট-প্যাডের মাঝে থাকা বিরাট গ্যাপ দিয়ে বোল্ড হয়ে।

‘টেস্ট ক্রিকেটে চতুর্থ ও পঞ্চম দিনে স্পিনারদের সহায়তা থাকবে এটাই স্বাভাবিক। আমরা সবাই ভালো শুরু পেয়েছিলাম। ভালো শুরুর পরও ইনিংসগুলো বড় করতে পারেনি। হয়ত ৩ উইকেটের বেশি না পড়লে দিনটা আমাদের আরও ভালো হত।’

প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে নেওয়ার পরের দুই ইনিংসেই শান্ত করেছেন শূন্য। এরপর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে শুরু পেয়েও আউট হয়েছেন ২৬ রানে।

সংবাদ সম্মেলনে শান্তর কণ্ঠে ছিল আত্মোপলব্ধি। বললেন তার পারফরম্যান্স আরও ভালো হতে পারত।

‘যে জিনিসটা আমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে ভালো করার পর যেন খুব বেশি খুশি না হই। আর খারাপ খেললেও খুব বেশি ডাউন না হই। ভালো খেলার পর দুইটা ইনিংস খারাপ হয়েছে। আজ ইনিংস লম্বা হয়নি। এই জিনিসগুলো নিয়ে খুব বেশি চিন্তা করছি না। চিন্তা করছি পরবর্তীতে সুযোগ এলে কীভাবে ভালো করতে পারি,’ বলেন এ বাঁহাতি ব্যাটসম্যান।

এ বিভাগের আরো খবর