পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শেষ। আনুষ্ঠানিক ঘোষণা না করা হলেও প্রকাশ হয়ে গেছে ফলাফল। এবারের নির্বাচনে লড়াইয়ে ছিলেন দুই ক্রিকেটারও। তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়োল্লাসে মেতেছেন টিম ইন্ডিয়ার সাবেক খেলোয়ার মনোজ তিওয়ারি। আর বিজেপির টিকিটে লড়ে হার দেখেছেন আরেক সাবেক ক্রিকেটার ক্রিকেটার অশোক দিন্দা।
শিবপুরে লড়েন ব্যাটসম্যান মনোজ তিওয়ারি। অন্যদিকে ময়নায় লড়েন তার সতীর্থ বোলার দিন্দা। মাঠের লড়াইয়ে বহুদিনের সহযোদ্ধা এবার রাজনীতির ময়দানে একে অপরের প্রতিপক্ষ।
সবশেষ ভোটের ফল বলছে, শিবপুরে রাজ্যের বিধানসভায় প্রতিপক্ষ প্রার্থী হাওরের সাবেক মেয়র রবীন্দ্রনাথ চক্রবর্তীর থেকে ৬৪১০ ভোটে এগিয়ে আছেন মনোজ তিওয়ারি। এদিকে ময়নার বিধানসভায় পিছিয়ে আছেন অশোক দিন্দা। তৃণমূল এই রাজ্য থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সৌমেন মহাপাত্র।
ওপার বাংলার ক্রিকেটে বহুদিনের সহযোদ্ধা মনোজ ও দিন্দা। কাঁধে কাঁধ মিলিয়ে অজস্র ম্যাচে লড়েছেন বাংলার হয়ে। পরে জাতীয় দলে, আইপিএলেও খেলেছেন পশ্চিমবঙ্গের দুই তারকা ক্রিকেটার। ক্রিকেটের ময়দানে দুই সতীর্থ এবার পশ্চিমবঙ্গের নির্বাচনে একে অপরের প্রতিদ্বন্দ্বী।
এবারও পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। প্রথমবার রাজনীতির ময়দানে নেমে জয়ী হওয়ার পথে মনোজ। হারের মুখে দিন্দা।