বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বড় পরাজয়ের সামনে বাংলাদেশ

  •    
  • ২ মে, ২০২১ ১৮:০৫

চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৭৭। জয়ের জন্য এখনও চাই ২৬০ রান। আলোকস্বল্পতায় আগেই খেলা শেষ হয়ে যাওয়ায় শেষ দিনে খেলা হবে ৯৮ ওভার।

শ্রীলঙ্কার বেঁধে দেয়া লক্ষ্য ৪৩৭। স্পিন বিষে ভরা পিচ যেন মাইনফিল্ড। সেই মাইনের আঘাতে ইতিমধ্যে ফিরে গেছেন পাঁচ বাংলাদেশ ব্যাটসম্যান।

কিন্তু খেলা শেষ হয়নি। পুরো এক দিনের খেলা বাকি। বাংলাদেশের আশার আয়ু তাই আর এক দিন। বাংলাদেশের সে আশার আপাতত কাণ্ডারী লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ।

চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৭৭। জয়ের জন্য এখনও চাই ২৬০ রান। আলোকস্বল্পতায় আগেই খেলা শেষ হয়ে যাওয়ায় শেষ দিনে খেলা হবে ৯৮ ওভার।

বাংলাদেশ সেই ৯৮ ওভার পার করার আশা দেখছে লিটন ও মিরাজের ব্যাটে। লিটন এর আগেও শ্রীলঙ্কার বিপক্ষে লম্বা জুটি বেঁধে ম্যাচ বাঁচিয়েছেন। সেবার সঙ্গী ছিলেন মুমিনুল হক। মিরাজকে নিয়ে পারবেন কি না সেই জবাব পাওয়া যাবে সোমবার।

ইতিমধ্যে জীবন পেয়েছেন দুজনই। লেগ বিফোরের আবেদনে রিভিউ থেকে বেঁচেছেন লিটন। আম্পায়ার আউট দেয়ার পর বেঁচেছেন রিভিউ নিয়েও। চতুর্থ দিনের শেষ বলে মিরাজকেও আউট দিয়েছিলেন আম্পায়ার। তিনিও বেঁচে যান রিভিউ নিয়ে।দিনের শেষে তিনটি রিভিউ অক্ষত রেখেছে বাংলাদেশ।

এর আগে ৪৩৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। টানা চার ফিফটির পর তামিম ফেরেন দারুণ টার্ন করা রমেশ মেন্ডিসের এক বলে। একই পথে ফিরেছেন নাজমুল হোসেন শান্তও, প্রাভিন জয়াউইক্রামার বলে।

সাইফ হাসান অবশ্য বিলিয়ে এসেছেন উইকেট। জয়াউইক্রামার বলে উড়িয়ে মারতে গিয়ে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন। মুমিনুলও ফিরেছেন রমেশের বলে। সামান্য টার্ন করা বলে ব্যাটের কানা লাগিয়ে বোল্ড হয়েছেন।

মুশফিকুর রহিম ফেরেন রমেশের দারুণ এক ডেলিভারিতে। টার্ন করে বল মুশফিকের গ্লাভস ছুঁয়ে পৌঁছে যায় লেগ স্লিপের হাতে।

লিটন ও মিরাজ মিলে এরপর খেলেছেন ৩৮ বল। মাত্র ৬ রান নিয়েছেন। কিন্তু নিশ্চিত করেছেন যেনো আর কোনো উইকেট না যায়।

পঞ্চম দিনের পুরোটাতে তেমনটা করতে পারবেন কি না, সেটির জন্যই এখন অপেক্ষা।

এ বিভাগের আরো খবর