শ্রীলঙ্কা লক্ষ্য বেঁধে দিয়েছে পাহাড়সম ৪৩৭। সে লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় সেশনে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ।
চতুর্থ দিনের শেষ সেশনে যদিও টেস্ট বাঁচানোর সামান্য আশা ক্ষণে ক্ষণে তৈরি হচ্ছিল। সেই আশাও নিভে যায় অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিম ফিরে যাওয়ায়।
এ দুজনকে হারিয়ে বাংলাদেশের সংগ্রহ পাঁচ উইকেটে ১৭৪ রান। জয়ের জন্য সফরকারীদের এখনও চাই ২৬৩ রান।
চা বিরতির পর মুমিনুল ফেরেন রমেশ মেন্ডিসের বলে। শ্রীলঙ্কান এ অফ স্পিনারের বলে লেট কাট করতে গেলে বল মুমিনুলের ব্যাটের কানায় লেগে আঘাত হানে স্টাম্পে। ৩২ রানে ফিরতে হয় বাংলাদেশ অধিনায়ককে।
লিটন দাসের সঙ্গে ৩৭ রানের একটি জুটি গড়ার পর ফেরেন মুশফিকও। আউট হওয়ার আগেই দুটি জীবন পান। একবার তার ক্যাচ পড়েছে স্লিপে। তারপর সহজ স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেন নিরোশান ডিকওয়েলা।
কিন্তু তৃতীয়বারে আর বাঁচেননি মুশফিক। মেন্ডিসের একটি বল দারুণ টার্ন ও বাউন্স করে খুঁজে নেয় মুশফিকের গ্লাভস। এরপর লেগ স্লিপে সহজ ক্যাচ নেন ধনঞ্জয়া ডি সিলভা।
এর আগে দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশ হারায় তামিম ইকবাল, সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্তকে।