পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টে জয়ের জন্য বাংলাদেশের সামনে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য বেঁধে দিয়েছে শ্রীলঙ্কা।
স্বাগতিকদের বিপক্ষে দ্রুত রান তুললেও এক সেশনে তিন উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ; ফিরে গেছেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান।
তাদের হারিয়ে দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১২ রান। জয়ের জন্য সফরকারীদের এখনও চাই ৩২৫ রান।
বাংলাদেশের হয়ে উইকেটে আছেন অধিনায়ক মুমিনুল হক; তাকে সঙ্গে দিচ্ছেন মুশফিকুর রহিম।
বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সাইফ হাসান।
টানা চার ফিফটির পর তামিম ফেরেন মাত্র ২১ রানে। অফ স্পিনার রমেশ মেন্ডিসের বল ব্লক করতে এগিয়ে যান তামিম। কিন্তু দারুণ টার্ন করে ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় উইকেটকিপার নিরোশান ডিকওয়েলার গ্লাভসে। ফিরতে হয় বাঁহাতি ওপেনারকে।
আক্রমণ চালিয়ে যান সাইফ। সেটিই শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় আত্মঘাতী। প্রাভিন জয়াউইক্রামার অফ স্টাম্পের বাইরের বল উড়িয়ে মারতে গিয়ে শর্ট এক্সট্রা কভারে সহজ ক্যাচ দিয়ে ক্যারিয়ার সেরা ৩৪ রানে ফেরেন সাইফ।
ভালো শুরু করেন নাজমুল হোসেন শান্তও। কিন্তু জয়াউইক্রামার বল দারুণ টার্ন করে তার ব্যাট ও প্যাডের মাঝ দিয়ে আঘাত হানে স্টাম্পে। ২৬ রানে ফিরতে হয় প্রথম টেস্টে সেঞ্চুরি তুলে নেয়া বাঁহাতি ব্যাটসম্যানকে।
এখনও ২৭ রানে অপরাজিত আছেন মুমিনুল।
এর আগে তাইজুল ইসলামের পাঁচ উইকেটের কল্যাণে বাংলাদেশ শ্রীলঙ্কার ৯ উইকেট তুলে নেয়ার পর ১৯৪ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।