পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংস ৯ উইকেটে ১৯৪ রানে ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
এতে শ্রীলঙ্কার লিড দাঁড়িয়েছে ৪৩৬ রানে। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জিততে বাংলাদেশের তাই চাই ৪৩৭ রান।
ড্র করতে চাইলেও বাংলাদেশকে ব্যাট করতে হবে প্রায় পাঁচ সেশন।
৪৩৭ রান তাড়া করে জিততে পারলে সেটি বাংলাদেশ তো বটেই, হবে ক্রিকেট ইতিহাস। এর আগে চতুর্থ ইনিংস এত রান তাড়া করে জেতেনি কেউ। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটা এখনও বিশ্ব রেকর্ড।
২ উইকেটে ১৭ রান নিয়ে চতুর্থ দিন শুরু করার পর দিনের প্রথম সেশনে অধিনায়ক দিমুথ করুনারত্নের ফিফটির পরও চার উইকেট হারায় শ্রীলঙ্কা। দ্রুত রান তোলায় ৪১৪ রানের লিড নিয়েই প্রথম সেশন শেষ করে তারা।
দ্বিতীয় সেশনে বেশিক্ষণ ব্যাট করেনি স্বাগতিক দল। মাত্র ২০ বলের ভেতরে ৩ উইকেট হারিয়ে ফেললে ইনিংস ঘোষণা করে তারা।
বাংলাদেশের হয়ে পাঁচ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। যা টেস্টে তার অষ্টম ইনিংসে পাঁচ উইকেট।দুটি উইকেট পান মেহেদি হাসান মিরাজ। একটি করে উইকেট তুলে নেন তাসকিন আহমেদ ও সাইফ হাসান।