পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে শ্রীলঙ্কার চার উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।
উইকেট হারালেও দ্রুত রান তুলে নিয়েছে স্বাগতিকরা। তাদের লিড ছাড়িয়েছে ৪০০।
৬ উইকেটে ১৭২ রান নিয়ে প্রথম সেশন শেষ করেছে শ্রীলঙ্কা। এখনও ইনিংস ঘোষণা না দেয়ায় তাদের লিড দাঁড়িয়েছে ৪১৪ রানে।
৪ উইকেট হারিয়েও সেশনের ৩২ ওভারে ১৫৫ রান তুলে নিয়েছে লঙ্কানরা।
দিনের শুরুটা ভালো করে বাংলাদেশ। তাইজুল ইসলামের বলে শর্ট লেগে দারুণ এক ক্যাচ ধরে অ্যাঞ্জেলো ম্যাথিউজকে বিদায় করেন বদলি ফিল্ডার ইয়াসির আলি রাব্বি।
অন্য প্রান্তে ফিফটি তুলে নেন শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। তিনিও ফেরেন ৬৬ রানে।
পার্ট টাইমার সাইফ হাসানের বলে শর্ট লেগে ইয়াসিরকে ম্যাচে তার দ্বিতীয় ক্যাচ দিয়ে ফেরেন শ্রীলঙ্কান অধিনায়ক।
৫২ বলে ৪১ করে ফেলা ধনঞ্জয়া ডি সিলভাকে স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে ফেরান মেহেদি হাসান মিরাজ।
সেশনের শেষ উইকেট হিসেবে ফিরে যান পাথুম নিসাঙ্কা। তাইজুলের বলে মিড অনে শরিফুল ইসলামকে সহজ ক্যাচ দিয়ে তিনি ফেরেন ২৪ রানে।
এর আগে তৃতীয় দিন বিকেলে একটি করে উইকেট শিকার করেন তাইজুল ও মেহেদি হাসান মিরাজ।
নিজেদের ইনিংসে অভিষিক্ত শ্রীলঙ্কান স্পিনার প্রাভিন জয়াউইক্রামার বোলিং তোপের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।
তরুণ এ স্পিনার ৬ উইকেট তুলে নিলে বাংলাদেশ গুটিয়ে যায় ২৫১ রানে। তাতে ২৪২ রানের লিড পায় শ্রীলঙ্কা।