বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাল্লেকেলেতে শেষ রক্ষা হবে বাংলাদেশের?

  •    
  • ১ মে, ২০২১ ২৩:০৬

শ্রীলঙ্কার বিপক্ষে এখন একটু বেকায়দায় আছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে তারা পিছিয়ে ২৫৯ রানে। লঙ্কানদের কাছে অক্ষত এখনও ৮ উইকেট। হাতে আছে আরও দুই দিন। ২২ গজে সাদা পোশাকে লঙ্কানদের হারিয়ে আরেকটি সিরিজ জয়ের ইতিহাস গড়তে হলে অবিশ্বাস্য কিছু করতে হবে টাইগারদের।

পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট এমন এক মোড় নিয়েছে যেখানে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ফল কী হবে। ঘরের মাঠে লঙ্কানরা কিছুটা ফ্রন্টফুটে থাকলেও পিচের কন্ডিশন আর আবহাওয়া হতে পারে ম্যাচের নির্ধারক।

শ্রীলঙ্কার বিপক্ষে এখন একটু বেকায়দায় আছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে তারা পিছিয়ে ২৫৯ রানে। লঙ্কানদের কাছে অক্ষত এখনও ৮ উইকেট। হাতে আছে আরও দুই দিন। ২২ গজে সাদা পোশাকে লঙ্কানদের হারিয়ে আরেকটি সিরিজ জয়ের ইতিহাস গড়তে হলে অবিশ্বাস্য কিছু করতে হবে টাইগারদের।

কোচ রাসেল ডমিঙ্গো ভরসা খুঁজছেন সাম্প্রতিক অতীতেই। এই বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টকে শিক্ষা হিসেবে নিচ্ছেন লঙ্কানদের হারানোর অনুপ্রেরণা হিসেবে।

চট্টগ্রামের সেই টেস্টে চতুর্থ ইনিংসে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ৩৯৫ রান। কাইল মায়ার্সের অবিশ্বাস্য এক ডাবল সেঞ্চুরিতে এশিয়ার মাটিতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে ম্যাচ জিতে নেয় ক্যারিবীয়রা।

এবারও লঙ্কান-বাংলাদেশ টেস্ট ম্যাচ সেই পথেই যাচ্ছে বলে মনে করছেন ডমিঙ্গো। বলেন, ‘কয়েক সপ্তাহ আগেই অবিশ্বাস্য একটি টেস্ট ম্যাচ খেলেছি। যখন ওয়েস্ট ইন্ডিজ আমাদের বিপক্ষে ৩৯৫ রান তাড়া করে জিতেছে। এখনও অনেক পিছিয়ে আমরা এই ম্যাচে। অনেক চাপে আছি। শ্রীলঙ্কা আধিপত্য বিস্তার করছে এই মুহূর্তে।’

লঙ্কানরা ২৫৯ রানে এগিয়ে আছে এখন। নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা চিন্তার ভাঁজ তাদের কপালেও। পিচের কন্ডিশন বোলিং সহায়ক হয়ে উঠছে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে। এই অবস্থায় ক্যারিবীয়দের মতো বাংলাদেশকেও অবিশ্বাস্য কিছু করতে হবে বলে মনে করেন টাইগারদের কোচ।

লঙ্কা বধের ফরমুলা হিসেবে চতুর্থ দিনে দ্রুত উইকেট নিয়ে স্বাগতিক শিবিরে টেনশন ছড়িয়ে দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য জয় ছিনিয়ে আনার পরিকল্পনা করছে টাইগাররা।

ডমিঙ্গোর কথায়, ‘আগামীকাল সকালে দ্রুত ২-৩ উইকেট নিয়ে নিতে পারলে ওদের ড্রেসিংরুমে একটু শঙ্কা জাগাতে পারব। এরপর আমাদের কেউ একটা দারুণ ইনিংস খেলে ফেলতে পারেন। আমাদের ইতিবাচক থাকতে হবে।’

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৪৯৩ রানের জবাবে ২৫১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। তারপর শেষ বিকেলে শ্রীলঙ্কার দুই উইকেট তুলে নিতে পেরেছে তারা। এমন অবস্থায় চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয় অনেকটা অসম্ভব স্বপ্নের মতোই বাংলাদেশের জন্য।

পাল্লেকেলেতে আগামী দুইদিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথা বলা আছে।

পিচে টার্ন যেভাবে হচ্ছে সঙ্গে আগামী দুই দিন বৃষ্টি উইকেটকে বোলিং বান্ধব করে দিলে চতুর্থ ইনিংসে লঙ্কান স্পিনাররা বাড়তি আত্মবিশ্বাস পাবেন। আর বৃষ্টি ম্যাচ ভাসিয়ে নিয়ে গেলে লাভবান হবে বাংলাদেশ।

লঙ্কানদের বিপক্ষে গত চার বছরে আগের রেকর্ড কিছু আত্মবিশ্বাস যোগাতে পারে টাইগারদের। ২০১৭ সালে কলম্বোতে সেই ম্যাচে বাংলাদেশ জিতেছিল চার উইকেটে। সেবার দেশে ও দেশের বাইরে প্রথমবার লঙ্কানদের বিপক্ষে টেস্ট জিতেছিল বাংলাদেশ।

টেস্ট ক্যারিয়ারে পুরো পরিসংখ্যানে অবশ্য অনেক পিছিয়ে থাকবে বাংলাদেশ। ২১ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে টাইগাররা। সবমিলিয়ে চারটিতে ড্র। হার ১৬ ম্যাচে। আর লঙ্কানদের বিপক্ষে একবারই সিরিজ জেতে লাল-সবুজরা।

লঙ্কানদের বিপক্ষে অসম্ভবকে সম্ভব করতে পারবে বাংলাদেশ? এই প্রশ্নের জবাব এখন দেয়ার সুযোগ নেই। তবে, ক্রিকেটের লাল বলে অসম্ভব বলেও কিছু নেই।

এ বিভাগের আরো খবর