বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাসানের তোপে ইনিংসে জিতল পাকিস্তান

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১ মে, ২০২১ ২০:২৬

জিম্বাবুয়েকে ইনিংস ও ১১৬ রানের ব্যবধানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান। হারারেতে সিরিজের প্রথম টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৩৪ রানে অলআউট হয় স্বাগতিক দল।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১১৬ রানের ব্যবধানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান। হারারেতে সিরিজের প্রথম টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৩৪ রানে অলআউট হয় স্বাগতিক দল। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ১৭৬। পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে করে ৪২৬ রান।টেস্টের তৃতীয় দিন সকালে ছয় উইকেটে ৩৭৪ রান নিয়ে খেলতে নামে পাকিস্তান। ফাওয়াদ আলমের ব্যাটে চার শ রান ছাড়ায় সফরকারী দলের স্কোর।নিজের চতুর্থ টেস্ট সেঞ্চুরি করে ১০৮ রানে অপরাজিত থাকা ফাওয়াদ নিজের ইনিংস টেনে নিয়ে যান ১৪০ পর্যন্ত। শেষ ব্যাটসম্যান হিসেবে যখন আউট হন তখন পাকিস্তানের স্কোর দাঁড়িয়েছে ৪২৬। লিড ২৫০ রানের।প্রথম ইনিংসে দুই শর নিচে গুটিয়ে যাওয়া জিম্বাবুয়ে এই রান টপকে টার্গেট দেবে পাকিস্তানকে সেই সম্ভাবনা ছিল ক্ষীণ। স্বাগতিকদের সম্ভাবনা যতটুকু ছিল ম্যাচে ফেরার সেটাকে ধুয়েমুছে দেন হাসান আলি।৩৬ রানে পাঁচ উইকেট নিয়ে ধসিয়ে দেন জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। অথচ শুরুটা মন্দ করেনি আফ্রিকার দলটি।কেভিন কাসুজা ও তারিসাই মুসাকানদা মিলে দেখেশুনে করেন তাদের হয়ে। উদ্বোধনী জুটিতে আসে ৪৮ রান। ২৮ রান করে হাসান আলির বলে আউট হন তিনি।

জিম্বাবুয়ে এরপর চেষ্টা চালায় কিছুক্ষণ। খুব একটা কাজে লাগেনি তাদের সেই প্রচেষ্টা। ৪২ রানে শেষ আট উইকেট হারিয়ে বসে তারা।মুসাকানদার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৩। অধিনায়ক ব্রেন্ডন টেইলর করেন ২৯। ৪৬.২ ওভারে ১৩৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।হাসান আলি ছাড়াও পাকিস্তানের হয়ে উইকেট নেন নুমান আলি ও ফাহিম আশরাফ। নুমান দুটি ও আশরাফ একটি উইকেট নেন।প্রথম ইনিংসে ৫৩ রানে চার উইকেট নেন হাসান আলি। ম্যাচে ৮৯ রানে নয় উইকেট নিয়ে ম্যাচসেরা হন এই পেইসার। ৩৬ রানে পাঁচ উইকেট তার ক্যারিয়ার সেরা ম্যাচ ফিগার।হারারেতে দুই দলের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৭ মে।

এ বিভাগের আরো খবর