বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মানসিক ক্লান্তিতে ব্যাটিং ধস, বললেন ডমিঙ্গো

  •    
  • ১ মে, ২০২১ ১৯:২৮

তামিম ইকবাল বাদে পঞ্চাশ পেরোতে পারেননি কোনো ব্যাটসম্যান। কেবল মুশফিকুর রহিম ও মুমিনুল হক পেরিয়েছেন ৪০। টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো দিনের শেষে সংবাদ মাধ্যমকে খেলোয়াড়দের মানসিক ক্লান্তির দিকটা মনে করিয়ে দিলেন।

পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বেকায়দায় আছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে তারা পিছিয়ে ২৫৯ রানে। শ্রীলঙ্কার কাছে অক্ষত এখনও ৮ উইকেট।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৪৯৩ রানের জবাবে মাত্র ২৫১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। তারপর শেষ বিকেলে শ্রীলঙ্কার দুই উইকেট তুলে নিতে পেরেছে তারা।

নিজেদের ব্যাটিংয়ের সময় লড়াই করতে হয়েছে বাংলাদেশকেও। তামিম ইকবাল বাদে পঞ্চাশ পেরোতে পারেননি কোনো ব্যাটসম্যান। কেবল মুশফিকুর রহিম ও মুমিনুল হক পেরিয়েছেন ৪০। ব্যাটিং ধসের দোষটা কি পিচের?

টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো দিনের শেষে সংবাদ মাধ্যমকে খেলোয়াড়দের মানসিক ক্লান্তির দিকটা মনে করিয়ে দিলেন।

‘কোনো অজুহাত নেই। ছেলেরা তাদের সর্বোচ্চটা দিয়েছে। অনেক পরিশ্রম করছে। চেষ্টা করছে। এটা অজুহাত নয় কিন্তু মাঠে অনেক সময় কাটানোয় তারা হয়ত মনোযোগে একটু ঘাটতি হয়েছে ব্যাটিংয়ের সময়। মনে রাখতে হবে ছেলেরা প্রায় ৩৮০ ওভার মাঠে কাটিয়েছে। সেটা মানসিক ও শারীরিকভাবে প্রভাব ফেলে। সেটিই হয়তো আজকে ব্যাটিং ধসের আংশিক কারণ।’

পিচ ইতিমধ্যে হয়ে উঠেছে বোলিং-সহায়ক, টিকে থাকতে ব্যাটসম্যানদের লড়তে হচ্ছে। এমন অবস্থায় চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয় অনেকটা অসম্ভব স্বপ্নের মতোই বাংলাদেশের জন্য।

তবুও সেই আশা দেখছেন ডমিঙ্গো। আর তার কাছে আশার আলো জানুয়ারিতে হওয়া বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চট্টগ্রাম টেস্ট।

সেই টেস্টে চতুর্থ ইনিংসে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ৩৯৫ রান। কাইল মায়ার্সের অবিশ্বাস্য এক ডাবল সেঞ্চুরিতে এশিয়ার মাটিতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে ম্যাচ জিতে নেয় ক্যারিবীয়রা।

শ্রীলঙ্কার বিপক্ষে আপাতত ব্যাকফুটে থাকলেও, ডমিঙ্গো তাই সেই টেস্টের আলোকে আশা বাঁচিয়ে রাখছেন বাংলাদেশের।

‘কয়েক সপ্তাহ আগেই অবিশ্বাস্য একটি টেস্ট ম্যাচ খেলেছি। যখন ওয়েস্ট ইন্ডিজ আমাদের বিপক্ষে ৩৯৫ রান তাড়া করে জিতেছে। এখনও অনেক পিছিয়ে আমরা এই ম্যাচে। অনেক চাপে আছি। শ্রীলঙ্কা আধিপত্য বিস্তার করছে এই মুহূর্তে। আগামীকাল সকালে দ্রুত ২-৩ উইকেট নিয়ে নিতে পারলে ওদের ড্রেসিংরুমে একটু শঙ্কা জাগাতে পারব। এরপর আমাদের কেউ একটা দারুণ ইনিংস খেলে ফেলতে পারেন। আমাদের ইতিবাচক থাকতে হবে।’

এ বিভাগের আরো খবর