বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেষ বিকেলে বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট

  •    
  • ১ মে, ২০২১ ১৮:০৬

শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ৭ ওভারেই বাংলাদেশ তুলে নিয়েছে ২ উইকেট, তাতে দিনশেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১৭ রান। দিনশেষে তাদের লিড ২৫৯ রান।

তৃতীয় দিনের শুরুতে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৪৯৩ রানে। জবাবে তামিম ইকবাল বাংলাদেশকে দারুণ শুরু এনে দিলেও, তাতে ভর করে বেশিদূর এগুতে পারেনি তারা। গুটিয়ে যায় মাত্র ২৫১ রানে।

শেষ বিকেলে সামান্য স্বস্তি নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ৭ ওভারে বাংলাদেশ তুলে নিয়েছে ২ উইকেট। তাতে দিনশেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১৭ রান। দিনশেষে তাদের লিড ২৫৯ রান।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে আগের ইনিংসের সেঞ্চুরিয়ান লাহিরু থিরিমান্নেকে হারায় তারা। মেহেদি হাসান মিরাজের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়ে তিনি ফেরেন দুই রানে।

পরের ওভারে ফেরেন ওশাদা ফার্নান্দো। তাইজুল ইসলামকে এগিয়ে এসে মারতে গিয়ে বল মিস করে স্টাম্পড হয়ে শূন্য রানে ফেরেন তিনি।

বাকি সময়টুকু দেখেশুনে পার করে দিয়েছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

এর আগে অভিষিক্ত শ্রীলঙ্কান স্পিনার প্রাভিন জয়াউইক্রামার ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ ব্যাটসম্যানরা। অভিষেকে ৬ উইকেট তুলে নেন এ বাঁহাতি স্পিনার।

বাংলাদেশের হয়ে পঞ্চাশ পেরোতে পারেন কেবল তামিম ইকবাল। সিরিজে দ্বিতীয় বারের মত নার্ভাস নাইন্টিজে কাটা পড়ার আগে তিনি করেন ৯২।

মুমিনুল হক ৪৯ ও মুশফিকুর রহিম ৪০ করে আউট হওয়ার পর তাসের ঘরের মত ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। তৃতীয় সেশনে মাত্র ৩৭ রান তুলতেই টাইগাররা হারায় ৭ উইকেট। তাতে গুটিয়ে যেতে হয় মাত্র ২৫১ রানে।

তৃতীয় সেশন শুরু হওয়ার পরপর ফেরেন মুমিনুল। রমেশ মেন্ডিসের ফুলটসে লেগ বিফোর হয়ে ৪৯ রানে ফিরতে হয় বাংলাদেশ অধিনায়ককে। হাতছাড়ারা করেন নিজের ফিফটি।

পরের ওভারেই ফেরেন লিটন। জয়াউইক্রামার বলে স্লিপে থিরিমান্নেকে ক্যাচ দিয়ে মাত্র ৮ রান যোগ করে ফিরতে হয় তাকে।

জয়াউইক্রামার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরেন মেহেদি হাসান মিরাজ। রিভিউ নিলেও বাঁচতে পারেননি এই ব্যাটসম্যান। তাসকিনকেও ফিরতে হয় অভিষিক্ত এ বাঁহাতি স্পিনারের বলে।

নতুন বলে শরিফুল ইসলামকে বোল্ড করে বাংলাদেশকে অল আউট হওয়ার দ্বারপ্রান্তে নিয়ে যান লাকমল।

শেষ উইকেট হিসেবে তাইজুল ফেরেন অদ্ভুত ভাবে। লাকমলকে খেলতে গিয়ে পেছনের পা দিয়ে ভেঙে ফেলেন স্টাম্প। হয়ে যান তাপস বৈশ্যের পর হিট উইকেট হওয়া দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান।

২৫১ রানে বাংলাদেশ গুটিয়ে গেলে ২৪২ রানের লিড পায় শ্রীলঙ্কা। বাংলাদেশ ফলো অনে পাঠানোর সুযোগ থাকলেও সেটি করেনি স্বাগতিকরা।

এ বিভাগের আরো খবর