শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন সাকিব আল হাসান।পিতৃত্বকালীন ছুটির কারণে নিউজিল্যান্ড সিরিজ ও আইপিএল খেলার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে খেলেননি বিশ্বসেরা অলরাউন্ডার।তবে, লঙ্কানদের ফিরতি সিরিজে ২৩ সদস্যের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন সাকিব।আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম তিন ম্যাচ খেলার পর বাদ পড়েন সাকিব। তাকে ছাড়া পরের তিনটি ম্যাচই হারে কেকেআর।আসন্ন সিরিজে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।সাকিব ছাড়াও দলে ডাক পেয়েছেন মুস্তাফিজুর রহমান। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলছেন এই পেইসার।
এছাড়া দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ইমরুল কায়েস।টেস্ট দল থেকে বাদ পড়েছেন সাইফ হাসান, মুমিমুল হক, এবাদত হোসেন ও আবু জায়েদ রাহি।২ মে দুপুর ২টা থেকে শুরু হচ্ছে প্রাথমিক দলের ক্যাম্প। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যাম্প চলবে ৫ মে পর্যন্ত। ৬ মে থাকছে বিশ্রাম।লঙ্কায় টেস্ট সিরিজ শেষ হলে বাকি সদস্যরা যোগ দেবেন ৭ মে। ৯ মে পর্যন্ত চলবে অনুশীলন। ১০ থেকে ১৭ মে ঈদের ছুটি থাকবে ক্যাম্পে।শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের চূড়ান্ত সূচি এখনও জানায়নি বিসিবি।২৩ সদস্যের প্রাথমিক বাংলাদেশ দল:তামিম ইকবাল, ইমরুল কায়েস, নাইম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহেদি হাসান, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।