করোনার কারণে বন্ধ দেশের সব ধরনের স্থানীয় ক্রিকেট প্রতিযোগিতা। এনসিএল, বিসিএল, ডিপিএল কবে শুরু হবে বা নতুন মৌসুম আদৌ এই বছর শুরু হবে কিনা সেই শঙ্কায় আছেন দেশীয় ক্রিকেটাররা। বিশেষ করে ঘরোয়া ক্রিকেটই যেসকল ক্রিকেটারের আয়ের একমাত্র উপায় তারা পড়েছেন বিপর্যয়ে।এমন অবস্থায় আর্থিক সহায়তা দিয়ে ক্রিকেটারদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে আর্থিক সহায়তার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থা।বিজ্ঞপ্তিতে জানানো হয় করোনাকালীন সঙ্কট কাটিয়ে উঠতে দুই কোটি টাকা অর্থ সহায়তা দেবে বিসিবি। এই অর্থ পাবেন বিসিবির চুক্তির বাইরে থাকা ১,৭২০ জন ঘরোয়া নারী ও পুরুষ ক্রিকেটার।এদের মধ্যে ১,৪৩২ জন পুরুষ ক্রিকেটার। বিসিবির চুক্তিতে থাকা নারী ক্রিকেটাররাও এই তহবিল থেকে সহায়তা পাবেন। তালিকায় নারী ক্রিকেটার রয়েছেন ২৮৮ জন।করোনা মহামারির কারণে মাঠে না থাকা এই সব ক্রিকেটারদের সহায়তার উদ্যোগ নেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তার অনুমোদনেই দেয়া হচ্ছে এই সহায়তা।বিসিবির অধীনে বিভিন্ন দল, লিগ ও টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররা পাবেন এই সহায়তা। এতে রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ, ঢাকা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ, নারীদের জাতীয়, এমার্জিং ও অনূর্ধ্ব ১৯ দল, নারীদের জাতীয় ক্রিকেট লিগ, প্রিমিয়ার ডিভিশন ও প্রথম বিভাগ লিগ।করোনা মহামারিতে বন্ধ হওয়ার প্রায় পাঁচ মাস পর গত নভেম্বরে প্রেসিডেন্টস কাপের পর বঙ্গবন্ধু কাপ দিয়ে ক্রিকেট মাঠে ফেরায় বিসিবি। তারপর থেকেই স্থানীয় ক্রিকেটারদের দাবি মাঠে ফিরুক এনসিএল, বিসিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগের মতো ঘরোয়া ক্রিকেটের আসরগুলো।জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত থাকলেও ঘরোয়া টুর্নামেন্টগুলো এখনও শুরু হয়নি। করোনা মহামারির কারণে এখনও অনিশ্চিত ঘরোয়া এই টুর্নামেন্টগুলো ভাগ্য।
ঘরোয়া ক্রিকেটারদের অর্থ সহায়তা দিচ্ছে বিসিবি
বিজ্ঞপ্তিতে জানানো হয় করোনাকালীন সঙ্কট কাটিয়ে উঠতে দুই কোটি টাকা অর্থ সহায়তা দেবে বিসিবি। এই অর্থ পাবেন বিসিবির চুক্তির বাইরে থাকা ১,৭২০ জন ঘরোয়া নারী ও পুরুষ ক্রিকেটার। বিসিবির চুক্তিতে থাকা নারী ক্রিকেটাররাও এই তহবিল থেকে সহায়তা পাবেন।
-
ট্যাগ:
- বিসিবি
এ বিভাগের আরো খবর/p>